নিজস্ব সংবাদদাতা :
‘অর্থ, পুষ্টি, স্বাস্থ্য চান-দেশি ফল বেশি খান’ প্রতিপাদ্যে টাঙ্গাইলের গোপালপুর উপজেলা পরিষদ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা গতকাল সোমবার থেকে উপজেলা পরিষদ চত্ত্বরে শুরু হয়েছে।
মেলা উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. মাসূমুর রহমানের সভাপতিত্বে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আব্দুল লতিফ সিটি প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন ঘোষণা করেন।
বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মুহাম্মদ শফিকুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. আব্দুস সোবাহান তুলা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কবির, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইসমাইল হোসেন, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মো. মাজেদুল ইসলাম, সহকারি কৃষি সম্প্রসারণ অফিসার মো. ইব্রাহিম আলি মিঞা, ডিকেআইবি গোপালপুর শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা আজিম উদ্দিন, সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল হালিম প্রমুখ।
গতকাল সোমবার থেকে শুরু হওয়া এ মেলা আগামী ২৭ জুলাই বুধবার পর্যন্ত চলবে।