নিজস্ব সংবাদদাতা :
টাঙ্গাইলের গোপালপুর পৌরসভার নব নির্বাচিত পরিষদের দায়িত্বভার গ্রহন আজ ২৪ ফেব্রুয়ারি সকাল ১১টায় পৌর ভবন চত্বরে অনুষ্ঠিত হয়েছে।
নব নির্বাচিত মেয়র রকিবুল হক ছানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার আসাদুজ্জামান এমপি। বিশেষ অতিথি ছিলেন গোপালপুর উপজেলা চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার মো. মাসূমুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার মুক্তা, গোপালপুর থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম, জার্মান আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তানভীর হাসান ছোট মনি, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সোবহান তুলা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শিক্ষক, সাংবাদিক, সাংস্কৃতিককর্মী, সুশীলসমাজের প্রতিনিধি, নির্বাচিত কাউন্সিলরগণ, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সমাজের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।