ঝিনাইদহের কালীগঞ্জে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ অনিমেশ বিশ্বাস নামের এক অবৈধ অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। আজ বুধবার রাতে উপজেলা শহরের কলেজ পাড়ার একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় র্যাব সদস্যরা ওই বাড়ি থেকে একটি নাইন এমএম পিস্তল, ছয়টি গুলি ও একটি গুলির ম্যাগাজিন উদ্ধার করে।
ঝিনাইদহ র্যাবের কম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার নিয়াজ ফয়সাল জানান, গোপন সূত্রে খবর আসে যে কালীগঞ্জ শহরের কলেজপাড়ায় সন্ত্রাসীরা অবৈধ অস্ত্র কেনা-বেচা করছে। এ সংবাদের ভিত্তিতে বুধবার রাত ৮টার দিকে র্যাবের একটি বিশেষ দল কলেজপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় কলেজপাড়ার জয়দেব কুমার দত্তের বাড়ি থেকে এটি নাইন এমএম পিস্তল, ছয়টি গুলি ও একটি গুলির ম্যাগাজিনসহ অস্ত্র ব্যবসায়ী অনিমেশকে আটক করে র্যাব। তিনি আরো জানান, অস্ত্র ব্যবসায়ী অনিমেশ দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্রের চোরাকারবার করে আসছিল। আটককৃত অনিমেশ ঝিনাইদহ সদর উপজেলার শিকারপুর গ্রামের অরবিন্দ বিশ্বাসের ছেলে।