রাজশাহীতে বিদেশী পিস্তল ও গুলিসহ রিতু ইসলাম (২২) নামের এক যুবককে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। আজ বুধবার ভোররাতে নগরীর হোসনীগঞ্জ ঈদগা মাঠের পাশ থেকে তাকে অস্ত্রসহ আটক করা হয়। রিতু হোসনীগঞ্জ এলাকার শফিকুল ইসলাম শফিকের ছেলে।
নগর গোয়েন্দা পুলিশের ওসি নুর হোসেন খন্দকার বলেন, ‘রিতু চলাফেরা সন্দেহ হলে তার শরীর তল্লাশি করে ৮ রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি পিস্তল পাওয়া যায়। এ সময় তাকে আটক করা হয়। দুপুরে অস্ত্র আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।