আজ || সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
শিরোনাম :
  গোপালপুরে এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা       ধনবাড়ি মডেল প্রেসক্লাবে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ ও দোয়া       গোপালপুরে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট       টাঙ্গাইল-২ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী শাকিল উজ্জামান       গোপালপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ       গোপালপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন সালাম পিন্টু       গোপালপুরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ       গোপালপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত       গোপালপুরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল       গোপালপুরে প্রতিপক্ষের হামলায় ১২ মামলার আসামি চাকমা জাহাঙ্গীর নিহত    
 


সংবর্ধনায় শাহরুখদের নেতৃত্ব দিলেন সাকিব!

1915

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সপ্তম আসরে কলকাতা নাইট রাইডার্সকে দ্বিতীয়বারের মতো জয় এনে দিতে অগ্রণীভূমিকা পালন করেছেন বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। আর তাই দলের মালিক শাহরুখ খানসহ সবার কাছেই তিনি জনপ্রিয় হয়ে উঠেছেন।

মঙ্গলবার বিকেলে নাইটবাহিনীকে সংবর্ধনা দেয় কলকাতা। আর সেই অনুষ্ঠানের নেতৃত্ব দেন সাকিব আল হাসান। দিবেনই বা না কেন, বাঙালিদের এ অনুষ্ঠানে তিনিই যে একমাত্র বাঙালি বাবু!
বিকেল সাড়ে ৪টার দিকে ইডেনে সম্পূর্ণ মাঠ পরিক্রমা করেন শাহরুখ বাহিনী। এ সময় আইপিএল সপ্তমের ট্রফিটি ছিল সাকিবের হাতে। তার পেছনে গোটা দল। পাশে ছিলেন শাহরুখ। উল্লসিত জনতা তখন সাকিব সাকিব বলেও স্লোগান দিতে থাকে। আর সবার মুখে মুখে ছিল করব লড়ব জিতব রে…। উষা উত্থুপের গানের তালে তালে তখন মাঠে ঘুরে কিং খান ও নাইট বাহিনী।
এ সময় অনুষ্ঠানস্থলে আরো উপস্থিত ছিলেন ছোট পর্দার তারকারা। ছিলেনন প্রসেনজিৎ, হিরণ, উষা, শ্রাবন্তীর মতো তারকারাও।
সবশেষে জাতীয় সঙ্গীতে গলা মেলালেন মুখ্যমন্ত্রী মমতা মমতা বন্দ্যোপাধ্যায়, কিং খান, জুহি চাওলা, রাজ্যের মন্ত্রীরা ও টেলি-টলির তারকারা।
জমকালো এ অনুষ্ঠানের জন্য প্রত্যেক ক্রিকেটারকে এক ভরির সোনার আংটি দেয় সিএবি। রাজ্য সরকার দেয় স্যুট, টাই, মুখ্যমন্ত্রীর পছন্দের নীল-সাদা রঙের শার্ট। সঙ্গে ছিল উত্তরীয় ও মিষ্টি।
প্রত্যেক ক্রিকেটারের জন্য এক ভরি সোনার আংটি, নীল-সাদা জামা, নীল রঙের কোট-প্যান্ট, সুগন্ধি, আলফানসো আম, সন্দেশ, দই, উত্তরীয় এবং ফুল। ইডেন গার্ডেনে কলকাতা নাইট রাইডার্সের খেলোয়াড়দের এমনটাই রাজকীয় সংবর্ধনা দিল রাজ্য সরকার।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!