৯০ মিনিটের পুরো ম্যাচে খেলে নেইমার জানালেন তিনি শতভাগ সুস্থ নন। বার্সেলোনার এই স্ট্রাইকার পানামার বিপক্ষে ম্যাচের ২৭ মিনিটে দারুন এক ফ্রি-কিক থেকে গোল করেন। এছাড়া গোল করেছেন আলভেস, হাল্ক ও উইলিয়ান।
ম্যাচ শেষে ২২ বছর বয়সী নেইমার নিজের সম্পর্কে বলেন, ‘আমি এখনও প্রস্তুত নই। ম্যাচ খেলার মতো পুরো ফিটনেসের অভাব বোধ করছি আমি। ম্যাচ শেষে ক্লান্তিও অনুভব করেছি। তবে শিরোপা জেতার লক্ষ্যে শারীরিক ভাবে সুস্থ হয়েই টুর্নামেন্টে পৌঁছবো।’
নেইমারের এমন বক্তব্যের পর কোচ লুইজ ফেলিপ স্কলারিকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘না, আমি তাকে দলের বাইরে রাখব না। তাকে দিয়ে ৯০ মিনিট খেলানো হয়েছে কারণ তার ছন্দ ফিরিয়ে আনা প্রয়োজন ছিল। প্রতিদিন সে তার খেলার ধরন পরিবর্তন করছে। সে দারুনভাবে উন্নতি করছে।’
৫৬ বছর বয়সী কোচ আরও জানিয়ে দিয়েছেন পরের প্রস্তুতি ম্যাচে সার্বিয়ার বিপক্ষে কোনো খেলোয়াড় সাইড লাইনে বসে থাকবে না। সবাইকেই তিনি বিশ্বমঞ্চে যাওয়ার আগে ঝালিয়ে নিতে চান।