২০১৪ সালের ফিফা বিশ্বকাপ জয়ের লক্ষ নিয়ে ২৩ সদস্যের আজেন্টিনার চুরান্ত দল ঘোষনা করা হয়েছে
কোচ :সাবেলা
“এই দল এই মূহুতের্ সেরা দল তারা বিশ্ব জয়ের দাবি রাখে শুধু মেসি নয় সবাই সমান
এক জনের উপর নিভর্র করলে হবে না তবে মেসি কে সবাই যেন সহযোগীতি করে “
***অধিনায়ক:মেসি
ফরয়াডর্ :মেসি ,হিগুয়েন ,আগুয়েরো ,লাভেচ্চি
মিডফিল্ডার :মাসকারানো ,ডি মারিয়া ,গাগু ,জাবেলেতা
বাসান্তা ,পেরেজ ,আলভারেজ ,
ডিফেন্ডার:ফার্রনান্দেজ ,গেরে ,ডেমি চেলিস ,রোজো
গোলকিপার :#রোমেরিও ,ওনওন ,আন্দোজার
দলে নেই ওতামেন্দী ও বেনেগা
কিছু কথা :
আমি আজেন্টিনার সাপোর্টার এবং এই দল কে মনে প্রানে ভালবাসি ।
এই দলে আছেন আজেন্টির্য়ান তথা বিশ্ব ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ৪জন খেলোয়ার যাদের পায়ের দিকে চেয়ে থাকবে সারা পূথিবীর আজেন্টিয়ানর্ ভক্তরা তারা হলেন :
ডি মারিয়া :বতর্মান সময়ের সেরা একজন প্লে মেকার
মেসি :এই পূথিবীর কোন প্লেয়ারের সাথে তার তুলনা যারা করে তারা নিশ্চিত ফুটবল বুঝে না ।
আগুয়েরো :সবাই যখন মেসির দিকে তাকিয়ে থাকবে তখন বতর্মান সময়ের সবচেয়ে দ্রুত গতি এই
খেলোয়ার টি গোল দিয়ে লাইম লাইট তার দিকে নিয়ে আসবেন বলে আশা করি।
হিগুয়েন : বিশ্ব কাপে তার হাট্টিকর্ আছে আশা করি এই বিশ্ব কাপে সে দলের হয়ে অবদান রাখবে
আমার বিশ্বাস এই দল এই বিশ্বকাপে কিছু একটা করে দেখাবে কারন একমাএ এই দলের সেই যোগ্যতা আছে যা অন্যদের নেই ।
যারা বলে মেসি কি খেলে ?
দলের হয়ে গোল করতে পারে না ?
তাদের উদ্দেশ্য বলি মেসি যখন খেলে তখন ভালো করে দেখবেন তার পাশে কয়জন থাকেন ।
একজনের সাথে চার জন থাকলে কেউ গোল দিতে পারে না !!যা মেসি করে আর এখানেই মেসির সাথে অন্য দের পাথর্ক্য ।
২০১৪ বিশ্বকাপে আজেন্টির্না কে চেম্পিয়ন দেখলে অবাক হবার কিছু নেই।