বাংলাদেশি দর্শকদের জন্য সুখবর। জিটিভিতে সরাসরি দেখা যাবে ব্রাজিলে আয়োজিত আসন্ন বিশ্বকাপ ফুটবলের সব খেলা। ব্রাজিল জুড়ে ১২টি স্টেডিয়ামে এবারের বিশ্বকাপ ফুটবল আসরের মোট ৩২টি দলের ৬৪টি ম্যাচের সব খেলাই সরাসরি সম্প্রচার করবে গাজী স্যাটেলাইট টেলিভিশন (জিটিভি)। আগামী ১২ জুন থেকে শুরু হচ্ছে ফুটবলের এই রাজসিক যজ্ঞ। চলবে ১৩ জুলাই পর্যন্ত।
এ ছাড়া থাকবে বিশ্বকাপ ফুটবলের টুকিটাকি সব খবর এবং পর্যালোচনামূলক টক শো । এসব আয়োজনে অংশগ্রহণ করবেন দেশবরেণ্য সব ফুটবলার।