আসছে ৮ জুন, টাঙ্গাইল বার্তা’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। ২০১২’র শেষের দিকে নিছক আবেগের বশে টাঙ্গাইল বার্তা’র পথচলা শুরু হলেও পাঠকদের কাছ থেকে অকৃত্রিম ভালোবাসা আর ব্যাপক সাড়া পাওয়ায় আর কখনোই বন্ধ হয়নি । বরং আরো বেশি দ্রুততার সাথে টাঙ্গাইলের সকল সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে যাচ্ছে একাগ্রচিত্তে। অনানুষ্ঠানিকভাবে ২০১২ থেকে শুরু হলেও টাঙ্গাইল বার্তা২৪ডটকম আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ০৮ জুন ২০১৩।
০৮ জুন আমাদের টাঙ্গাইল বার্তা’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। ঐদিন বিকেল ৪ টায় টাঙ্গাইল প্রেস ক্লাব মিলনায়তনে একটি প্রীতি সম্মেলনের আয়োজন করা হয়েছে। প্রীতি সম্মেলনের সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশবরেণ্য সাংবাদিক, দৈনিক আমাদের অর্থনীতি সম্পাদক জনাব নাঈমুল ইসলাম খান ও একাত্তর টেলিভিশন এর বার্তা সম্পাদক জনাব সৈয়দ ইশতিয়াক রেজা। এছাড়া বিভিন্ন জাতীয় ও স্থানীয় সংবাদমাধ্যমের বিশিষ্ট সাংবাদিক, স্থানীয় রাজনীতিক, সাংস্কৃতিককর্মী, শিক্ষাবিদ, ছাত্র-শিক্ষকসহ নানা পেশার সুধীজনরা উপস্থিত থাকবেন।
উক্ত অনুষ্ঠানে আপনাদর সবান্ধব উপস্থিতি কামনা করছি।