আজ || শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
শিরোনাম :
  গোপালপুরে এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা       ধনবাড়ি মডেল প্রেসক্লাবে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ ও দোয়া       গোপালপুরে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট       টাঙ্গাইল-২ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী শাকিল উজ্জামান       গোপালপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ       গোপালপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন সালাম পিন্টু       গোপালপুরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ       গোপালপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত       গোপালপুরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল       গোপালপুরে প্রতিপক্ষের হামলায় ১২ মামলার আসামি চাকমা জাহাঙ্গীর নিহত    
 


গোপালপুরে হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করায় স্ত্রীর সংসার ত্যাগ

গোপালপুর বার্তা ডেক্স :

স্বামী হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলমান হবার কারণে এক সন্তানের জননী ইতি রাণী দাস স্বামীকে ত্যাগ করার ঘটনা ঘটেছে ।

জানা যায়, টাঙ্গাইলের গোপালপুর পৌরসভার সুতি দিঘুলীপাড়া মহল্লার বাসিন্দা স্বপন চন্দ্র দাসের (৩৯) সাথে কালিহাতী উপজেলার পলান চন্দ্র দাসের মেয়ে ইতি রাণী দাসের (২৯) ১৫ বছর আগে হিন্দু ধর্মমতে বিয়ে হয়। স্বপন চন্দ্র দাস চলতি বছর ৭ মার্চ নোটারি পাবলিকের মাধ্যমে হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলমান হন। তার বর্তমান নাম আব্দুর রহমান। স্বামী ধর্ম ত্যাগ করায় স্ত্রী ইতি রাণী একমাত্র সন্তান সৌরভ দাসকে (১৩) নিয়ে বাবার বাড়ি চলে যান। ধর্মান্তরিত স্বামীর সাথে সংসার করতে রাজি না হওয়ায় শনিবার ১ লক্ষ টাকার বিনিময়ে স্থানীয়দের নিয়ে সালিশি বৈঠকে বিষয়টি মীমাংসা করা হয়। আব্দুর রহমানের পক্ষে ১ লক্ষ টাকা দেয়ার সামর্থ্য না থাকায় স্থানীয়দের সহায়তায় ১ লক্ষ ১৬ হাজার টাকা সংগ্রহ করা হয়। ১ লক্ষ টাকা তার স্ত্রীকে দিয়ে বাকি টাকা আব্দুর রহমানের হাতে তুলে দেয়া হয়।

সূতী বাজার মসজিদের ইমাম মুফতি শহীদুল্লাহ জানান, আব্দুর রহমান কিছু দিন আগে আমাকে জানান আদালতে ঘোষণা দিয়ে ও কালেমা পড়ে মুসলমান হয়েছে। এজন্য তার পরিবার তাকে ছেড়ে চলে গেছে। টাকার অভাবে বিষয়টি মীমাংসা করতে পারছে না। তাই আমরা স্থানীয়ভাবে টাকা সংগ্রহ করার উদ্যোগ নেই।

সুতি বাজারের ব্যবসায়ী মীর সাইফুল ইসলাম জানান, আব্দুর রহমানের বাবা ২৫ বছর আগে হিন্দু থেকে মুসলমান হন। সম্প্রতি সে মুসলমান হয়ে পরিবারের অন্য সদস্যদের মুসলমান হবার আহ্বান জানান। এতে তার বউ রাজি না হয়ে তাকে ত্যাগ করার সিদ্ধান্তে অনড় থাকে। এনিয়ে স্থানীয় মাতাব্বরদের দফায় দফায় বৈঠক হওয়ার পর শনিবার বিষয়টি সমাধান করা হয়েছে।

নওমুসলিম আব্দুর রহমান বলেন, আমি দীর্ঘদিন থেকেই ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট। গত বছর আমার মা মারা যাওয়ার পর সিদ্ধান্ত নেই আমি মুসলমান হবো। রোজার আগে স্বেচ্ছায় গাজীপুরের মনিপুর মাটির মসজিদের ইমামের নিকট কালেমা পাঠ করি এবং টাঙ্গাইলে নোটারি পাবলিক করি।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!