আজ || সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
শিরোনাম :
  গোপালপুরে এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা       ধনবাড়ি মডেল প্রেসক্লাবে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ ও দোয়া       গোপালপুরে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট       টাঙ্গাইল-২ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী শাকিল উজ্জামান       গোপালপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ       গোপালপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন সালাম পিন্টু       গোপালপুরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ       গোপালপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত       গোপালপুরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল       গোপালপুরে প্রতিপক্ষের হামলায় ১২ মামলার আসামি চাকমা জাহাঙ্গীর নিহত    
 


গোপালপুরে যমুনা নদীতে ইলিশ সংরক্ষণে ভ্রাম্যমাণ অভিযান অব্যাহত

কে এম মিঠু, গোপালপুর :
মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২০ উপলক্ষে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার যমুনা নদীতে মোবাইল কোর্ট পরিচালনা অভিযান অব্যাহত রয়েছে।

গোপালপুর উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে সোমবার (১৯ অক্টোবর) অভিযানের ৬ষ্ঠ দিনে, আইন অমান্য করে ইলিশ মাছ ধরায় যমুনা নদীর বিভিন্ন এলাকা থেকে জব্দ করা হয়েছে, প্রায় লক্ষাধিক টাকার ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল এবং বেশকয়েকটি মা ইলিশ।

মোবাইল কোর্ট পরিচালনা করেন, গোপালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম সীমা। ভ্রাম্যমাণ অভিযানের এ কার্যক্রম পরিচালনা করেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান কবীর।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে দেয়া হয়। পাশাপাশি জব্দ করা মাছগুলো উপজেলার নলীন বাজারস্থ একটি এতিমখানায় বিতরণ করা হয়।

অভিযান পরিচালনার সময় উপজেলা ভূমি অফিসের নাজির মো. আলমগীর হোসেন, মৎস্য অফিসের মো. নাজমুল হক এবং হেমনগর (তদন্ত) কেন্দ্রের পুলিশের সদস্যসহ মৎস্য ও ভূমি দপ্তরের কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান কবীর জানান, ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত মা ইলিশের ডিম ছাড়ার মৌসুম। ইলিশ মাছ সংরক্ষণে সর্বসাধারণের সহযোগিতা চেয়ে, উপজেলার বিভিন্ন হাটবাজারে জনসচেতনতায় মাইকিং, ব্যানার ও লিফলেট বিতরণ করা হয়েছে।

উল্লেখ্য, ১৪ অক্টোবর হতে ০৪ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন দেশব্যাপী ইলিশ আহরণ, পরিবহণ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয়, মজুদ ও বিনিময় নিষিদ্ধ করেছে সরকার। এই ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ, পরিবহণ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয়, মজুদ ও বিনিময় আইনত দণ্ডনীয় অপরাধ। আইন অমান্যকারীকে কমপক্ষে ১ বছর থেকে সর্বোচ্চ ২বছরের সশ্রম কারাদণ্ড অথবা ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!