কে এম মিঠু, গোপালপুর :
টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে গোপালপুর থানার অফিসার ইনচার্জ মুস্তাফিজুর রহমানকে নির্বাচিত করা হয়েছে। ভালো কাজের স্বীকৃতি স্বরূপ তাঁকে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচন করা হয়।
রোববার (২৪ নভেম্বর) টাঙ্গাইল পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বিপিএম এর সভাপতিত্বে, পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে মাসিক অপরাধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আহাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) মো. আমির খসরু,জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ও সকল থানার ওসি।
সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জঙ্গি দমন, মাদক উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা, নিচ্ছিদ্র নিরাপত্তা জোরদার, ট্রাফিক ব্যবস্থাপনা, কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার, গ্রেফতারী পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি, গোয়েন্দা কার্যক্রম ও সাইবারক্রাইম মনিটরিংসেলের মাধ্যেমে তথ্যপ্রযুক্তি ব্যবহার বিষয়সহ বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করা হয়।
আলোচনা সভা শেষে অক্টোবর ২০১৯ মাসে টাঙ্গাইলের ১২টি থানার মধ্যে গোপালপুর থানার অফিসার ইনচার্জ মুস্তাফিজুর রহমান ভালো ও প্রশংসনীয় কাজ করায়, স্বীকৃতি স্বরূপ তাঁকে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচন করে সম্মাননা ক্রেস্ট, সার্টিফিকেট এবং নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়। এ সময় জেলার শ্রেষ্ঠ এএসআই হিসেবে গোপালপুর থানার এএসআই (নি.) মো. মফিজুল ইসলামকে নির্বাচন করা হয়।
এ বিষয়ে গোপালপুর বার্তাকে মুস্তাফিজুর রহমান বলেন, এ কৃতিত্ব আমার নয়, কৃতিত্বের দাবীদার থানার পুরো টিম। আমি গোপালপুর থানার সকল সহকর্মীদের আন্তরিক ধন্যবাদ জানাই। সার্বক্ষনিক দিক নির্দেশনা দিয়ে আমাদের কাজকে গতিশীল রাখার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাই, অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) জনাব মো. আমির খসরু স্যারকে।
আগামী দিনগুলিতেও গোপালপুর থানার এই সাফল্যে ধারাবাহিকভাবে বজায় রাখা এবং গোপালপুরের জনগণকে সর্বোচ্চ পুলিশি সেবা প্রদানের আশাবাদসহ আইন-শৃঙ্খলা উন্নয়নের জন্য তিনি গোপালপুরবাসীর সহযোগিতা কামনা করেন।