কে এম মিঠু, গোপালপুর :
টাঙ্গাইলের গোপালপুরে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসনের সহযোগিতায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে আজ মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ বিশ্বাস। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম। কর্মশালায় প্রধান আলোচক ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সেলিম আহমদ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু, সহকারি কমিশনার (ভূমি) রেজা মুহাম্মদ গোলাম মাসুম প্রধান, পৌর মেয়র রকিবুল হক ছানা প্রমুখ।
প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশিল সমাজ, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান অংশগ্রহণ করেন।