কে এম মিঠু, গোপালপুর :
টাঙ্গাইলের গোপালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন করা হয়েছে।
আজ ১৭ এপ্রিল বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি পালন উপলক্ষে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার বিকাশ বিশ্বাসের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন, প্রবীণ শিক্ষাবিদ অধ্যাপক বাণীতোষ চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের তালুকদার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুস সোবহান তুলা, অধ্যাপক আব্দুল মোমেন, উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ শফিকুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কবীর, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সম্পাদক শফিকুল ইসলাম তালুকদার, শিক্ষক মো. আব্দুল করিম ও কানিজ ফাতেমা রুমি প্রমুখ।