আজ || সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
শিরোনাম :
  গোপালপুরে এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা       ধনবাড়ি মডেল প্রেসক্লাবে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ ও দোয়া       গোপালপুরে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট       টাঙ্গাইল-২ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী শাকিল উজ্জামান       গোপালপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ       গোপালপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন সালাম পিন্টু       গোপালপুরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ       গোপালপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত       গোপালপুরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল       গোপালপুরে প্রতিপক্ষের হামলায় ১২ মামলার আসামি চাকমা জাহাঙ্গীর নিহত    
 


গোপালপুরে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামী সালাম পিন্টুসহ সকল আসামীদের ফাঁসির দাবিতে সংবাদ সম্মেলন

গোপালপুর বার্তা ডেক্স :

একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামী সাবেক এমপি আব্দুস সালাম পিন্টু ও তার কনিষ্ঠ ভ্রাতা মাওলানা তাজুল ইসলামসহ সকল আসামীর ফাঁসির দাবিতে আজ মঙ্গলবার গোপালপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে লিখিত বক্তব্য পাঠ করেন, জোট সরকারের আমলে সন্ত্রাসী হামলায় পঙ্গু এবং একুশে গ্রেনেড হামলায় আহত গোপালপুর উপজেলার নতুন শিমলাপাড়া গ্রামের বাসিন্দা মোল্লা আল আমীন পন্ডিত।

লিখিত অভিযোগে তিনি জানান, ২০০১ সালে নির্বাচনের পর বিএনপির স্থানীয় সাংসদ ও শিল্প উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টুর নির্দেশে বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা হামলা চালিয়ে তার বাড়িঘর ভাংচুর ও লুট করেন। তাকে অমানুষিক নির্যাতন করে হাতপা ভেঙ্গে দেন বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা। পরে তাকে এলাকা ছাড়া করা হয়। দীর্ঘ দিন তিনি পঙ্গু হাসপাতালে চিকিৎসা নেন। টানা পাঁচ বছর তিনি এলাকায় আসতে পারেননি। এরপরেও তার বিরুদ্ধে দেড় ডজন মিথ্যা ও বানোয়াট মামলা দিয়ে তাকে সীমাহীন হয়রানি করা হয়।

২০০১ সালে একুশে আগস্ট মাননীয় প্রধানমন্ত্রীর জনসভায় অংশ নিতে গিয়ে তিনি দ্বিতীয়বার গুরুত্বর আহত হন। তিনি বর্তমানে চলৎশক্তিবিহীন একজন মানুষ। পঙ্গু হবার পরও তিনি এলাকায় এসে আওয়ামীলীগের স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় সালাম পিন্টু গংদের ফাঁসির দাবিতে বহুবার আন্দোলন সংগ্রাম করেছেন। তার উত্থাপিত দাবিকে গুরুত্ব দিয়ে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা ছাত্রলীগ বঙ্গবন্ধু সেতু অবরোধ করে দেশব্যাপি চাঞ্চল্য সৃষ্টি করেন। তিনি পারিবারিকভাবে আওয়ালীগের কর্মী। বর্তমানে ঢাকা মহানগর আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। আগামীকাল গ্রেনেড হামলার রায় হবে। তিনি ইতিহাসের এ বর্বরতম মামলায় জড়িত সালাম পিন্টুসহ সকল আসামীদের ফাঁসি দাবি করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গোপালপুর ও ভূঞাপুর উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মী।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!