নিজস্ব সংবাদদাতা :
টাঙ্গাইলের গোপালপুরে ‘ধুমপান, মাদক ও অশ্লীলতা রুখবোই, সমৃদ্ধ আগামীর বাংলাদেশ গড়বোই’ শ্লোগানকে সামনে রেখে এক মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ বৃহস্পতিবার বিকালে উপজেলার হেমনগর ইউনিয়নের নলিন বাজারে ‘অ্যাকটিভ সিটিজেন ইয়ুথ লিডার’ ১০৪১তম ব্যাচের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি সদস্য মজিবর রহমান।
বক্তব্য রাখেন গোপালপুর প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, সম্পাদক সন্তোষ কুমার দত্ত, বিকশিত নারীনেত্রী নেটওয়ার্ক টাঙ্গাইল জেলা শাখার সভাপতি আনজু আনোয়ারা ময়না, সুশাসনের জন্য নাগরিক সুজন গোপালপুর উপজেলা শাখার সম্পাদক মাহবুব রেজা সরকার, ইয়ুথ লিডার জয় তালুকদার, তুষার মিয়া ও ডা: বাদশা মিয়া প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন ‘দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ’ এর টাঙ্গাইল জেলা সমন্বয়কারি সৈয়দ নাসির উদ্দীন।
বক্তারা বলেন, দেশের সর্বত্র মাদক যেভাবে ছড়িয়ে পড়ছে, তাতে কেউ রেহাই পাবেনা। সময় থাকতে সবাইকে মিলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলে মাদকের ব্যবহার রুখতে হবে।