কে এম মিঠু, গোপালপুর :
টাঙ্গাইলের গোপালপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে বিভিন্ন রোগের উপর তিন শতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
আজ শনিবার (১৪ জুলাই) সূতি বলাটা যুব সংঘের উদ্যোগে বলাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এ ক্যাম্পেইন উদ্ধোধন করেন থানা অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল মামুন। সাংবাদিক সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতালের এসোসিয়েট প্রফেসর ডঃ একেএম শাহীনুর রহমান, ডঃ মনিরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, সুজন এর সভাপতি অধ্যাপক অমূল্য চন্দ্র বৈদ্য প্রমুখ।
ক্যাম্পেইনে তিন শতাধিক রোগীকে বিনামূল্যে ব্যবস্থাপত্রসহ ওষুধ প্রদান করা হয়।