ডেক্স নিউজ : টাঙ্গাইলের গোপালপুরের জামতৈল পূর্বপাড়ার প্রাচীনতম জরাজীর্ণ মসজিদের পূণ:সংস্কার পরবর্তী শুভ উদ্ভোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ জুলাই) জুমা নামাজ শেষে মসজিদ পরিচালনা কমিটির সম্পাদক মো. মনিরুল ইসলাম (পিন্টু মাষ্টার) এর পরিচালনায় মসজিদের শুভ উদ্ভোধন ও দোয়া মাহফিলে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান (ছোট মনির) এর পিতা টাঙ্গাইল জেলা বার সমিতির সদস্য আব্দুল গফুর উকিল।
অনুষ্ঠানে অংশ নেন, গোপালপুর শহর আওয়ামীলীগের সভাপতি মো. রফিকুল ইসলাম রফিক, মসজিদ কমিটির সভাপতি মো. আলমগীর হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. গোলাম ফারুক, সম্পাদক মো. শফিকুল ইসলাম তালুকদার, বেলুয়া বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম, সিনিয়র শিক্ষক ইউসুফ হোসেন্, হাফেজ মো. আবুবকর সিদ্দীক, ইউপি সদস্য মাজহারুল ইসলাম বেলাল প্রমূখ।
মসজিদ পরিচালনা কমিটির সম্পাদক মো. মনিরুল ইসলাম (পিন্টু মাষ্টার) তার সংক্ষিপ্ত বক্তব্যে জানান, পূর্ববর্তী কমিটির কাছ থেকে এক লক্ষ দশ হাজার টাকা গ্রহন করে ২০১২ সাল থেকে জরাজীর্ণ এই মসজিদের নির্মাণ কাজ শুরু করা হয়। গ্রামবাসীসহ সবার আন্তরিক সহযোগিতায় মসজিদ সংস্কারে অদ্যবদি প্রায় আঠারো লক্ষ টাকার কাজ করা হয়েছে। মসজিদের বাকী কাজ সম্পন্ন করতে তিনি ধর্মপ্রাণ ভাইবোনদের সহযোগিতা কামনা করেন।
দোয়া মাহফিল পরিচালনা করেন হাদিরা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল কাদের গোলজারী।