নিজস্ব সংবাদদাতা : গোপালপুর থানা পুলিশ আজ মঙ্গলবার ইয়াবাসহ এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে। তার নাম সাদ্দাম হোসেন। তিনি হাদিরা ইউনিয়ন ছাত্রলীগের সম্পাদক।
থানা পুলিশ জানায়, সাদ্দাম হোসেন ছাত্রলীগের নেতা পরিচয়ে দীর্ঘ দিন ধরে ইয়াবা ব্যবসা করে আসছিলো। গোপন সুত্রে খবর পেয়ে দারোগা আবু তাহের চাতুটিয়া মোড় থেকে ৩৫ পিচ তাকে আটক করে।
এ ব্যাপারে টাঙ্গাইল জেলা ছাত্রলীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান সোহেল জানান, বাংলাদেশ ছাত্রলীগে কোন সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক সেবনকারীর স্থান নেই। যেহেতু এ ছাত্রলীগ সম্পাদক ইয়াবাসহ আটক হয়েছে তাই তাকে দ্রুত সময়ের মধ্যেই দল থেকে বহিস্কারের প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।