‘‘তিন পোলা আর তিন মাইয়া নিয়া, ম্যালা অভাবের সংসার আমার। ছোট পোলা টেন কেলাসে পড়ে। এক পোলা রঙের কাম কইরা কোন রহম ডাইল-ভাত জোগায়। সংসারে খাবার জোগার করতেই যেনু হিমশিম, হেনু ডাক্তরের দেয়া সপ্তাহে ১২০০ টেহার ওষুধ খাইয়া নিজের রোগ ভালা করমু কিবায়? এট্টু ভালামন্দ খাইয়া মরমু, হেই জোওতো আমার নাই’’ – কথাগুলো কান্নাভেজা কন্ঠে বলে যাচ্ছিলেন, নিদারুন কষ্টে বেচেঁ থাকা টাঙ্গাইলের গোপালপুর উপজেলার সীমানাবর্তী গাংগাপাড়া গ্রামের বাসিন্দা অসহায় মজিবর রহমান।
দারিদ্রে জর্জরিত অসহ্য যন্ত্রণা কাতর শরীর নিয়ে তিনি, চিকিৎসা মাধ্যমে এই পৃথিবীতে আরো কিছুদিন বেচেঁ থাকার স্বপ্নে, সমাজের কিছু দরদী মানুষের সাহায্য-সহযোগিতা ও দোয়া চেয়েছেন। আসুন, মানব সেবায় অংশ নিয়ে, অসহায় মজিবরের জন্য সামান্য হলেও সহযোগিতার হাত বাড়িয়ে দেই।
অসহায় মজিবরের তথ্য ও চিকিৎসায় সাহায্য পাঠাতে-
বিকাশ : ০১৭৬৪৯২৭০৩৩ (কে এম মিঠু, সাংবাদিক ও এডমিন, আমরা গোপালপুরবাসী ফেসবুক গ্রুপ)।
ডাচবাংলা : ০১৭৯৪-১৮১৪৮৪-৯ ( আতাউর মিতুল, এডমিন, আমরা গোপালপুরবাসী ফেসবুক গ্রুপ)।