কে এম মিঠু, গোপালপুর :
টাঙ্গাইলের গোপালপুরের হেমনগরে প্রকাশ্যে ধুমপান ও অশ্লীলতা বন্ধ করাসহ মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ার মাধ্যমে সমৃদ্ধময় বাংলাদেশ গঠন করতে মাদকবিরোধী মানববন্ধন ও প্রচারপত্র বিলি করা হয়েছে।
গতকাল ২০ মার্চ মঙ্গলবার বিকেলে টাঙ্গাইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের সহযোগিতায় হেমনগর গ্রামীণ ব্যাংক সংলগ্ন অনুষ্ঠিত মাদকবিরোধী এ মানববন্ধন ও প্রচারপত্র বিলির আয়োজন করেন এ্যাকটিভ সিটিজেন ইয়ূথ লিডার।
বিকশিত নারী নেটওয়ার্ক টাঙ্গাইল জেলা শাখার সভাপতি আনজু আনোয়ারা ময়নার পরিচালনায় আলোচনায় অংশ নেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের সহকারী পরিচালক মো. আলী হায়দার রাসেল, সেবক টাঙ্গাইলের নির্বাহী পরিচালক, নাজমুজ সালেহিন, গোপালপুর প্রেসক্লাব সম্পাদক সন্তোষ কুমার দত্ত, হেমনগর তদন্তের পুলিশ পরিদর্শক মো. আব্দুস সালাম মিয়া, সুজন-সুশাসনের জন্য নাগরিক গোপালপুর উপজেলা শাখার সম্পাদক মাহবুব রেজা সরকার, ইয়ূথ লিডার সেলিম হোসেন প্রমূখ।