আজ || রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
শিরোনাম :
  গোপালপুরে এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা       ধনবাড়ি মডেল প্রেসক্লাবে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ ও দোয়া       গোপালপুরে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট       টাঙ্গাইল-২ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী শাকিল উজ্জামান       গোপালপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ       গোপালপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন সালাম পিন্টু       গোপালপুরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ       গোপালপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত       গোপালপুরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল       গোপালপুরে প্রতিপক্ষের হামলায় ১২ মামলার আসামি চাকমা জাহাঙ্গীর নিহত    
 


প্রিন্ট মিডিয়ার আয়ু আর মাত্র ১০ বছর!

।। গোপালপুর বার্তা ডেক্স।।

তথ্যপ্রযুক্তি-নির্ভর দুনিয়া থেকে প্রিন্ট মিডিয়া (ছাপানো সংবাদপত্র) ১০ বছরের মধ্যেই বিলীন হয়ে যাবে। বিশ্বব্যাপী অনলাইন সংবাদমাধ্যমের জয়জয়কারে কোণঠাসা হয়ে পড়েছে প্রিন্ট মিডিয়াগুলো। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক থম্পসন এসব কথা বলেছেন। সোমবার সংবাদমাধ্যম সিএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ ধরনের মন্তব্য করেছেন।

সাক্ষাৎকারে থম্পসন জানান, নিউইয়র্ক টাইমস-র প্রিন্ট ভারসন বের করার আর দরকার আছে কি-না, তা নিয়ে পর্যালোচনা করে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে। ৫ বছর আগেই বাস্তবতা বুঝে অনলাইনে জোর দেয় নিউইয়র্ক টাইমস। ২০১৪ সালে সংবাদমাধ্যমটির তরফ থেকে জানানো হয়, তারা ছাপানো পত্রিকার কর্মী ছাঁটাই করে অনলাইনের জন্য কর্মী নিয়োগ দিচ্ছে। এরপর দফায় দফায় পত্রিকা অংশের কয়েকশ’ কর্মী ছাঁটাই করে অনলাইনের লোকবল বাড়ানো হয়।

নিউইয়র্ক টাইমস-র সিইও বলেন, ‘যে হারে ছাপানো পত্রিকার বিক্রি কমছে, তার চেয়ে কয়েকগুণ বেশি বাড়ছে অনলাইনের পাঠক। গত বছরের শেষ তিন মাসেই নিউইয়র্ক টাইমসের অনলাইন ভারসনের সাবস্ক্রাইবার বেড়েছে এক লাখ ৫৭ হাজার।

তিনি বলেন, ‘আমি যুক্তরাষ্ট্রে আমাদের ছাপানো পত্রিকার আয়ু দেখছি ১০ বছর। চরম বাস্তবতার সামনে দাঁড়িয়ে ছাপানো পত্রিকা আর্কাইভে উঠে যাওয়ার পর্যায়ে পৌঁছে গেছে বলা যায়।’

থম্পসন বলেন, ‘ছাপানো পত্রিকা আমাদের স্বার্থসিদ্ধি করতে পারছে না। সেজন্য আমরা ডিজিটাল ভারসন-এর দিকেই ঝুঁকতে বাধ্য হচ্ছি, যাতে ছাপানো পত্রিকা বিলীন হয়ে গেলেও আমাদের প্রতিষ্ঠান বেঁচে থাকতে পারে।’

তথ্যসূত্র : সিএনবিসি

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!