নিজস্ব সংবাদদাতা : শিক্ষার্থীদের অনুপ্রেরণা ও সহযোগিতা প্রদানের লক্ষ্যে টাঙ্গাইলের গোপালপুরে ডাঃ মির্জা হাতেম আলী শিক্ষা কল্যাণ ট্রাষ্টের মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ ও বৃত্তিপ্রাপ্তদের মাঝে পুরস্কার প্রদান করা হয়েছে।
আজ রবিবার দুপুরে উপজেলার হেমনগর ইউনিয়নের বেলুয়া জনতা বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নূরুল ইসলাম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বৃত্তি পরীক্ষার স্বত্ত্বাধিকারী লেঃ কর্ণেল (অবঃ) মির্জা হারুণ-অর-রশিদ বীরপ্রতিক।
শিক্ষক মো. আতিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি গোলাম ফারুক, সম্পাদক শফিকুল ইসলাম তালুকদার, সহকারি অধ্যাপক বেলাল উদ্দিন তালুকদার, প্রধান শিক্ষক মনিরুজ্জামান, মানিক উদ্দিন, নজরুল ইসলাম, জলিল তালুকদার, নুরুল হুদা, সেলিম রেজা, আবুবকর সিদ্দিক ও সোলায়মান হোসেন প্রমুখ।
পরে প্রধান অতিথি বৃত্তিপ্রাপ্ত পনেরজন শিক্ষার্থীর প্রত্যেককে মেধাতালিকানুযায়ী বিভিন্ন অংকের নগদ অর্থ প্রদান করেন।