কে এম মিঠু, গোপালপুর : টাঙ্গাইলের গোপালপুরে শাখারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আজ বৃহস্পতিবার সহস্রাধিক শীতার্ততের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।দরিদ্র চ্যারিটি ফাউন্ডেশন, প্লাটফর্ম অর্গানাইজেশন এবং বাংলালিংক এমপ্লয়ীজ ইউনিয়নের সহযোগিতায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রওশন খান আইয়ুব, গোপালপুর প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, বাংলালিংক এমপ্লয়ী ইউনিয়ন প্রতিনিধি মো. শামীম, দরিদ্র চ্যারিটি ফাউন্ডেশন প্রতিনিধি মাহবুবুর রহমান শাহীন, সোলাইমান ইসলাম রাহাত, প্লাটফর্ম অর্গানাইজেশন প্রতিনিধি ডাঃ মো. আসিফ এবং শাখারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনজু আনোয়ারা ময়না, সুজন-সুশাসনের জন্য নাগরিক গোপালপুর উপজেলা শাখার সম্পাদক মাহবুব রেজা সরকার আতিক প্রমূখ।