কে এম মিঠু, গোপালপুর : টাঙ্গাইলের গোপালপুরে আলোচিত সংখ্যালঘু সম্প্রদায়ের এক গৃহবধূকে ধর্ষণের পর হত্যার সাথে জড়িত অপরাধীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করেছে জাতীয় হিন্দু মহাজোট ও সংখ্যালঘু সম্প্রদায়।
আজ বৃহস্পতিবার গোপালপুর পৌরশহরের কালিমন্দির থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে পৌরশহর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গোপালপুর থানার সামনে গিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জাতীয় হিন্দু মহাজোট ও সংখ্যালঘু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ধর্ষণের পর গৃহবধূকে হত্যার সাথে জড়িত সকল অপরাধীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার ও শাস্তির দাবিতে বক্তব্য রাখেন।
জানা যায়, গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের পাকুটিয়া পালপাড়া গ্রামের মহাদেবের স্ত্রীকে স্থানীয় বখাটেরা দীর্ঘদিন যাবৎ কুপ্রস্তাব দিয়ে আসছিল। গত ২ ফেব্রুয়ারি স্থানীয় বখাটে আয়নাল নিহত মহাদেবের স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণ করার চেষ্টা করে। পরে স্থানীয়রা তার চিৎকার শুনে এগিয়ে এলে আয়নাল পালিয়ে যায়। পরে গৃহবধুটি ঝাওয়াইল ইউনিয়ন পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমানের কাছে অভিযোগ করলে বিষয়টি মীমাংসার আশ্বাস দেন।
অন্যদিকে ইউপি সদস্যের কাছে ধর্ষণের অভিযোগ দেয়ায় বখাটে আয়নাল হক আরও ক্ষিপ্ত হয়ে উঠে এবং গত ৩ জুলাই ধর্ষিতার স্বামী বাড়িতে না থাকার সুযোগে আয়নাল হক তার সহযোগীদের নিয়ে নলিতার ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণ করার পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ করে ধর্ষিতার স্বামী মহাদেব বাদী হয়ে গোপালপুর থানায় আয়নাল হক ও ইউপি সদস্য মোস্তাফিজুর রহমানের ছেলে সজিবসহ ৯জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে হত্যার ঘটনায় পুলিশ মূল আসামি আয়নাল হকের বউসহ তিনজন নারী আসামিকে গ্রেফতার করে জেল-হাজতে প্রেরণ করে।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, হত্যা মামলাটি তুলে নিতে ধর্ষিতার স্বামীকে আসামিরা হত্যার হুমকি দেয়াসহ থানা পুলিশ মামলার ঘটনা অন্যদিকে প্রভাবিত করে আসামিদের গ্রেফতার করা হচ্ছেনা। নলিতা হত্যার কঠোর শাস্তি দাবী করেন তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি গৌরাঙ্গ বিশ্বাস, টাঙ্গাইল জেলা শাখার সভাপতি বিপ্লব কুমার দত্ত পল্টুন, গোপালপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার মুক্তা, শহর আওয়ামীলীগের সভাপতি এস এম রফিকুল ইসলাম রফিক ও জাতীয় হিন্দু মহাজোটের গোপালপুর, ভূঞাপুর, মধুপুর, ধনবাড়ী, কালিহাতী শাখার নেতৃবৃন্দ।