নিজস্ব সংবাদদাতা : টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীর ভয়াবহ ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ হতদরিদ্র এক’শ পরিবারের মাঝে নগদ টাকা বিতরণ করা হয়।
গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক ইউনুস ইসলাম তালুকদারের ব্যক্তিগত উদ্যোগে আজ বৃহস্পতিবার ভূঞাপুর উপজেলার কুঠিবয়ড়া, চুকাইনগরসহ পাশ্ববর্তী বিভিন্ন বন্যা কবলিত গ্রাম পরিদর্শন ও নদীর ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ হতদরিদ্র এক’শ পরিবারের মাঝে প্রথম পর্যায়ে নগদ পঞ্চাশ হাজার টাকা বিতরণ করেন।
পরে তিনি গোপালপুর-ভূঞাপুর (টাঙ্গাইল-২) আসনের সংসদ নির্বাচনে নৌকা মার্কায় দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে দোয়া ও সমর্থন কামনা করে কুঠিবয়ড়া হাটে গণসংযোগ ও কুঠিবয়ড়া বাজারে একটি পথসভা করেন।
এসময় অত্র এলাকার সাধারণ জনগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।