গোপালপুর, (টাঙ্গাইল):
গোপালপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন জিকেডি’র বৃত্তি প্রদান ২০১৫ আজ ০৮ জুলাই শুক্রবার সকালে পৌর শহরের স্বাধীনতা কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি অধ্যাপক বাণীতোষ চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালপুর পৌরসভার মেয়র মো. রকিবুল হক ছানা। জনতা ব্যাংকের সিবিএ সভাপতি, গোপালপুরে নির্মানাধীন ২০১ গম্বুজ বিশিষ্ট মসজিদের প্রতিষ্ঠাতা ও এ বৃত্তি প্রদানের প্রধান পৃষ্ঠপোষক বীরমুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল জলিল, জিকেডিএ’র সহসভাপতি অধ্যাপক মীর আব্দুর রহীম সম্পাদক আব্দুল ওয়াদুদ বিশেষ অতিথি হিসেবে অংশ গ্রহন করেন।
সংগঠনের আওতায় নার্সারী শ্রেণি থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত মোট ৯৫৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৭৪ জনকে কৃতী শিক্ষার্থীকে বৃত্তি হিসেবে নগদ টাকা ও সনদ প্রদান করা হয়। লাইটহাউস ল্যাবরেটরি স্কুল সর্বোচ্চ সংখ্যক বৃত্তি পেয়ে ১ম স্থান অধিকার করে। গোপালপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন (জিকেডিএ) ১১তম এ মেধাবৃত্তির আয়োজন করলো।