নিজস্ব সংবাদদাতা :
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনানুযায়ী গতকাল সোমবার টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মাধ্যমিক ও দাখিল মাদ্রাসায় স্টুডেন্ট কেবিনেট গঠনের লক্ষে শিক্ষার্থীদের বিপুল উৎসাহ-উদ্দীপনা আর উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।শিশুকাল থেকে গণতন্ত্রের চর্চা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হতে স্টুডেন্ট কেবিনেট গঠনের লক্ষে ৬ষ্ঠ শ্রেণি থেকে ১০ম শ্রেণিতে অধ্যয়নরত ছাত্রছাত্রীরা সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত তাদের পছন্দের নেতা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করে।
সরজমিন দেখা গেছে, ডুবাইল আদশ গণ উচ্চ বিদ্যালয়, নন্দনপুর রাধারাণী বালিকা উচ্চ বিদ্যালয় ও সূতী হোসেন শহীদ সোহরাওয়ার্দী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার, আইন শৃংখলাবাহিনী, সাংবাদিক ও শিক্ষার্থীদের মধ্যে গঠিত পর্যবেক্ষক দল নির্বাচন পর্যবেক্ষণ করে।
প্রধান শিক্ষক বদিউজ্জামান শিকদার বাদল বলেন, নির্বাচনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক চেতনাবোধ জাগ্রত ও তারা ভবিষ্যতে সৎ জাতি গঠনে অন্যতম ভূমিকা রাখবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এক বছরের জন্য আট সদস্যের এই কেবিনেট ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা ভোট দিয়ে যোগ্য প্রার্থীকে নির্বাচন করে। ভোটার তালিকার যে কেউ প্রার্থী হতে পারে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কবির জানান, স্কুল থেকেই গণতন্ত্রের চর্চা তৈরির জন্যই প্রতিবছর এই স্টুডেন্ট কেবিনেট নির্বাচনের আয়োজন করা হয়েছে। নির্বাচনে প্রত্যেক ভোটার ষষ্ঠ থেকে দশম শ্রেণির নেতা নির্বাচনে একটি করে ভোট দেবে। এছাড়া তিনটি শ্রেণিতে পছন্দের আরও তিন প্রার্থীকে ভোট দিতে পারবে।
প্রত্যেক শ্রেণি থেকে একজন করে পাঁচজন এবং সর্বোচ্চ ভোটপ্রাপ্ত তিন শ্রেণির তিন জনকে নিয়ে হবে কেবিনেট। শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ সংরক্ষণ, পুস্তক ও শিক্ষা সামগ্রী, স্বাস্থ্য, ক্রীড়া ও সংস্কৃতি, পানিসম্পদ, বৃক্ষরোপণ ও বাগান তৈরি, দিবস পালন ও অনুষ্ঠান সম্পাদন, অভ্যর্থনা ও আপ্যায়ন এবং আইসিটি নিয়ে কাজ করবে এই কেবিনেট সদস্যরা।