নিজস্ব সংবাদদাতা :
বেসরকারি শিক্ষক-কর্মচারিদের নিঃশর্তভাবে অস্টম বেতন স্কেল প্রদানের দাবিতে গতকাল সোমবার উপজেলা পরিষদ চত্বরে মানব বন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শিক্ষক সমিতি গোপালপুর উপজেলা শাখার উদ্যোগে মানব বন্ধনে সহ¯্রাধিক শিক্ষক অংশ নেন। এতে বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সম্পাদক শফিকুল ইসলাম তালুকদার, আব্দুল জলিল তালুকদার, মেহেরুল আলম হিরন, জগনবী লেবু, সুজন বন্ধু কুন্ডু, কামরুল ইসলাম, মোহাম্মদ গোলাম ফারুখ, অধ্যাপক অমূল্য চন্দ্র বৈদ্য প্রমুখ। দাবিদাওয়ার সাথে ঐক্যমত্য ঘোষণা করেন প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন এবং উপজেলা ভাইসচেয়ারম্যান আব্দুল লতিফ। শিক্ষকরা অভিযোগ করেন, আমলাতান্ত্রিক জটিলতা সৃষ্টি করে এমপিওভূক্ত বেসরকারি শিক্ষক কর্মচারিদের বঞ্চিত করা হচ্ছে। পরে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেয়া হয়।