নিজস্ব সংবাদদাতা :
মহান বিজয় দিবস উপলক্ষে টাঙ্গাইলের গোপালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে শিশু কিশোরদের চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, দেশাত্ববোধক গান ও রচনা প্রতিযোগিতা আজ মঙ্গলবার পৌরশহরের সূতী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এতে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন এ সংক্রান্ত উপ-কমিটির সদস্য সচিব আবুল কালাম আজাদ, সদস্য উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আমিনা খাতুন, সহকারি পরিবার পরিকল্পর্না কর্মকর্তা রুপ জিন্নাত রিয়া, উপ-সহকারি পাট উন্নয়ন কর্মকর্তা বিনতা কর্মকার মুন্নি, উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো. আবু কায়সার রাসেল, শামীমা ইয়াসমিন ঝর্ণা, কানিজ ফাতেমা রুমি, কে এম মিঠু, আনোয়ারুল হক বুলবুল, শফিকুর রহমান নান্টু প্রমুখ।
প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক ক্ষুদে শিক্ষার্থী অংশ গ্রহন করে।