আজ || রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
শিরোনাম :
  গোপালপুরে এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা       ধনবাড়ি মডেল প্রেসক্লাবে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ ও দোয়া       গোপালপুরে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট       টাঙ্গাইল-২ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী শাকিল উজ্জামান       গোপালপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ       গোপালপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন সালাম পিন্টু       গোপালপুরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ       গোপালপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত       গোপালপুরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল       গোপালপুরে প্রতিপক্ষের হামলায় ১২ মামলার আসামি চাকমা জাহাঙ্গীর নিহত    
 


গোপালপুরে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম

1422813275

নিজস্ব সংবাদদাতা :

নির্বাচন কমিশনের দেশব্যাপি ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের প্রথম পর্যায়ে গোপালপুর উপজেলায় ২৭ জুলাই থেকে ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের এ কাজ ৯ আগস্ট শেষ হচ্ছে। উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, যাদের জন্ম ২০০০ সালের ১ জানুয়ারি বা আগে তাদের তথ্য নেওয়া হচ্ছে। একই সাথে বিদ্যমান ভোটার তালিকা থেকে নাম কর্তনের জন্য মৃত ভোটারের তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ কাজের জন্য উপজেলায় ২০ জন সুপারভাইজার ও ৯৪ জন তথ্য সংগ্রহকারী নিয়োগ দেওয়া হয়েছে। তথ্য সংগ্রহের পর প্রথম ধাপে ১১ আগস্ট থেকে উপজেলার ৮টি নিবন্ধন কেন্দ্রে অনুষ্ঠিত হবে ছবি তোলার কাজ, যা শেষ হবে ২৮ আগস্ট। অপরদিকে দ্বিতীয় ধাপে ১২ ডিসেম্বর থেকে ৮টি নিবন্ধন কেন্দ্রে অনুষ্ঠিত হবে ছবি তোলার কাজ, যা শেষ হবে ১৪ জানুয়ারি ২০১৬। উল্লেখ্য যাদের জন্ম তারিখ ০১-০১-১৯৯৮ বা তার পূর্বে তারা প্রথম ধাপে এবং যাদের জন্ম তারিখ ০২-০১-১৯৯৮ হতে ০১-০১-২০০০ পর্যন্ত তারা দ্বিতীয় ধাপে নিবন্ধন কেন্দ্রে গিয়ে ছবি তুলতে পারবে। যাদের তথ্য সংগ্রহ করা হচ্ছে তাদের জন্য স্লিপে উল্লেখিত নির্ধারিত তারিখে নির্দিষ্ট নিবন্ধন কেন্দ্রে গিয়ে ছবি তুলে ও আঙ্গুলের ছাপ দিয়ে নিবন্ধিত হতে হবে। এ দিকে নির্বাচন কমিশন কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলা হালনাগাদ কার্যক্রমকালে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আবেদনের মাধ্যমে এক এলাকা হতে অন্য এলাকায় ভোটার স্থানান্তর কার্যক্রম চলমান থাকবে। এখানে উল্লেখ্য বর্তমানে এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৮৮ হাজার ৬৩২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯৩ হাজার ৯শ ৫৪ জন ও মহিলা ভোটার ৯৪ হাজার ৬শ ৭৮ জন। এ বিষয়ে উপজেলা নির্বাচন মো: শামসুল হুদা জানান এখন পর্যন্ত সুষ্ঠভাবে হালনাগাদের কার্যক্রম চলছে।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!