নিজস্ব সংবাদদাতা :
জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে টাঙ্গাইলের গোপালপুর সিনিয়র মৎস্য অফিসের উদ্যোগে ফরমালিন ব্যবহার রোধে/জলাশয় সংরক্ষণ বিষয়ে সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শহীদুল ইসলাম স্থানীয় সাংবাদিকদের সাথে গত সোমবার বিকেলে মত বিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন গোপালপুর প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম খান, মো. সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ত, যুগ্ম সম্পাদক কে এম মিঠু, সাংগঠনিক সম্পাদক মো. সেলিম হোসেন ও মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী আব্দুল মান্নান প্রমুখ।
একইদিন উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহি কর্মকর্তার সভাপতিত্বে মৎস্য সপ্তাহের সমাপনি সভা অনুষ্ঠিত হয়। এখানে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার মুক্তা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শফিকু রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. মাহবুবুল আলম খাসনবিস। অনুষ্ঠানে উপজেলার ৫জন সফল মৎস্যচাষীকে ক্রেষ্ট প্রদান করা হয়। সফল মৎস্যচাষীরা হলেন- মীর রেজাউল হক, বিউটি খাতুন, মেহেদী হাসান দীপু মীর আব্দুল আজিজ ও প্রফুল্য কুমার বর্মন।
এবারে ‘সাগর নদী সকল জলে, মাছ চাষে সোনা ফলে’ প্রতিপাদ্যে ২৮জুলাই থেকে ০৩ আগস্ট জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়।