নিজস্ব প্রতিবেদক:
গোপালপুর প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির পরিচিতি সভা ও ইফতার মাহফিল গতকাল বৃহস্পতিবার পৌরশহরের জুহুরা প্লাজা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গোপালপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার। বিশেষ অতিথি সহকারি পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) মোহাম্মদ জমির উদ্দীন আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার মুক্তা, পৌর মেয়র জাহাঙ্গীর আলম রুবেল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম, শিক্ষাবিদ অধ্যাপক বাণীতোষ চক্রবর্তী, বনিক সমিতির সভাপতি রওশন খান আইয়ুব, আওয়ামীলীগের সাবেক সম্পাদক রকিবুল হক ছানা, ফ্রাইডের মহাসচিব খন্দকার রুহুল আমীন প্রমুখ। প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন ক্লাবের সম্পাদক সন্তোষ কুমার দত্ত, যুগ্ম সম্পাদক কে এম মিঠুসহ নবনির্বাচিত কমিটির সকলকে পরিচয় করিয়ে দেন। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন ক্লাবের সহসভাপতি আমিনুল ইসলাম মারুফি।