বিশেষ মহলের তদবিরে পুলিশের এসআই পদে নিয়োগ পেয়েছে বগুড়ার আযিযুল হক কলেজের একাধিক মামলার আসামী বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ক্যাডার হাফিজুর রহমান। বর্তমানে রাজশাহীর সারদায় পুলিশের ট্রেনিং করছে বলে বিশ্বস্থ একটি সুত্রে জানিয়েছে এ প্রতিবেদককে। তদবিরে পুলিশের এসআই পদে নিয়োগ পাওয়া হাফিজুর রহমান আসলেই কি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতা? বগুড়া আযিযুল হক বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সাংগঠনিক সম্পাদক, অস্ত্রধারী ক্যাডার, বিভিন্ন মামলার আসামী হাফিজুর রহমান এর বিরুদ্ধে নিজ জম্মস্থান ঠিকানা পরিবর্তন করে গত বছর পুলিশের এসআই পদে নিয়োগ প্রাপ্ত হয়ে বর্তমানে সারদায় পুলিশের ট্রেনিং করছে। শিবিরের এই নেতা বর্তমান প্রেক্ষাপটে নিয়োগ পাওয়া এবং তার বিরুদ্ধে নাম ঠিকানা গোপন করে ভূয়া ঠিকানায় পুলিশ বাহিনীতে নিয়োগ প্রাপ্তির বিষয়টি বগুড়ার শেরপুর উপজেলা যুব ও ছাত্র লীগ নেতাকর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী’র কাছে অভিযোগ করেছেন।
এ ব্যপারে সরেজমিনে খোজ খবর করে জানা গেছে, শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের তাজপুর গ্রামের আবু তাহের সরকারের ছেলে হাফিজুর রহমান বগুড়া আযিযুল হক বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্র শিবিরের সাংগঠনিক সম্পাদক। হাফিজুর শিবিরের অস্ত্রধারী ক্যাডার এবং তার বিরুদ্ধে বিগত ২০০৫-০৬ সালে মামলাসহ সম্প্রতি বগুড়ায় পুলিশের গাড়ী পোড়ানো ও ভাংচুর মামলার আসামী বলে অভিযোগ রয়েছে। তার পরেও শিবিরের নেতা হাফিজুর রহমান (ভোটার আইডি কার্ড নং ০১১১২৭৭২০১১০) পুলিশের চাকুরী করার খায়েসে নিজ পিতার নাম ঠিকানা রেখে জন্মস্থান ঠিকানা পরিবর্তন করে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ধানঘড়া গ্রামের স্থায়ী ও বর্তমান ঠিকানার ভুয়া কাগজ দেখিয়ে পুলিশের চাকুরী নিয়োগপ্রাপ্ত হয়। শেরপুর-ধুনট নির্বাচনী এলাকার বর্তমান সাংসদের কাছে নিজেকে সিরাজগঞ্জ জেলা ও আওয়ামীঘড়ানার সন্তান দাবী করে এবং মোটা অংকের অর্থের বিনিময়ে পুলিশের এস আই (সাব-ইন্সপেক্টর) পদে নিয়োগ নিতে সক্ষম হয়।
আরো জানা গেছে, শিবির নেতা হাফিজুর রহমান ভাংচুর সহ বিভিন্ন মামলায় পুলিশের ভেরিফিকেশনের হাত থেকে সহজেই নিজেকে বাচানোর জন্য নিজ বাসস্থানের ঠিকানা গোপন করেছেন বলে অভিযোগ উঠেছে। এই শিবির নেতা হাফিজুর এসআই পদে নিয়োগ পেয়ে বর্তমানে রাজশাহীর সারদা পুলিশ ট্রেনিং সেন্টারে ট্রেনিং করছে। ট্রেনিং সেন্টারে হাফিজুর রহমান পি.এ-৮৭ কোম্পানী নং ০১ পরিচয়ে রয়েছে বলে অভিযোগে উল্লেখ রয়েছে। হাফিজুর রহমান শেরপুর ্উপজেলার কুসুম্বী ইউনিয়ন জামায়াতের রোকন সদস্য আবু শিবির নেতা হাফিজুর রহমানের পুলিশের নিয়োগ বাতিল ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য মঙ্গলবার বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রীর বরাবরে ফ্যাক্সের মাধ্যমে একটি লিখিত অভিযোগ করেছে শেরপুর উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।