আজ || রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
শিরোনাম :
  গোপালপুরে এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা       ধনবাড়ি মডেল প্রেসক্লাবে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ ও দোয়া       গোপালপুরে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট       টাঙ্গাইল-২ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী শাকিল উজ্জামান       গোপালপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ       গোপালপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন সালাম পিন্টু       গোপালপুরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ       গোপালপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত       গোপালপুরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল       গোপালপুরে প্রতিপক্ষের হামলায় ১২ মামলার আসামি চাকমা জাহাঙ্গীর নিহত    
 


অবশেষে মারাই গে‌লেন সেই অসহায় বৃদ্ধ

গোপালপুর বার্তা ডেক্স :

টাঙ্গাইলের গোপালপু‌রের সেই অজ্ঞাত বৃদ্ধ‌ (৭০) অব‌শে‌ষে না ফেরার দেশে চলে গে‌ছেন। গোপালপুর উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সের পুরুষ ওয়া‌র্ডে চি‌কিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

গোপালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীম আল রা‌জী জানান, অজ্ঞাত পরিচয় ওই বৃদ্ধের প্রেসার কোনোভা‌বেই কম‌ছিল না। শুক্রবার (১২ মার্চ) বেলা সা‌ড়ে ১১টার দি‌কে তিনি চি‌কিৎসাধীন অবস্থায় মারা যান। প‌রে গোপালপুর থানা পু‌লি‌শের কা‌ছে তার মর‌দেহ হস্তান্তর করা হ‌য়ে‌ছে।

গোপালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হো‌সেন জানান, দুপু‌রে তার মর‌দেহ ময়নাতদ‌ন্তের জ‌ন‌্য টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতালের ম‌র্গে পাঠা‌নো হ‌য়ে‌ছে। তার প‌রিচয় শনা‌ক্তের জন‌্য পি‌বিআইয়ের মাধ্যমে ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করা হ‌য়েছিল। তারপরও তার প‌রিচয় পাওয়া যায়‌নি। ময়নাতদ‌ন্ত শে‌ষে ওই বৃদ্ধের মর‌দেহ আঞ্জুমান ম‌ফিদু‌লের মাধ্যমে দাফন করা হ‌বে।

উল্লেখ্য, বৃহস্প‌তিবার (১১ মার্চ) ফেসবুকভিত্তিক সংগঠন “আমরা গোপালপুরবাসী” গ্রুপে হাসপাতা‌ল সংলগ্ন ব্রীজের উপর শু‌য়ে থাকা ঐ বৃদ্ধের চিকিৎসার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দুপুরে একটি স‌চিত্র পোস্ট দেয়া হয়। পোস্টটি কর্তৃপক্ষের নজরে এলে বি‌কে‌লে তাকে উদ্ধার করে গোপালপু‌র উপজেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সের পুরুষ ওয়া‌র্ডে ভর্তি করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ মল্লিক হাসপাতালে দেখতে যাওয়াসহ তার চিকিৎসার দ্বায়িত্বভার গ্রহণ করেন।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!