আজ || শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
শিরোনাম :
  শতাব্দি পেরনো স্বর্ণজয়ী মানুষ ‘প্রফেসর মোয়াজ্জেম হোসেন’       অবশেষে গোপালপুরে বিরল রোগে আক্রান্ত পরিবার সুচিকিৎসা পাচ্ছেন       গোপালপুর-ভূঞাপুর যমুনা চরাঞ্চল এখন মাদক আর দুস্কৃতকারিদের অভয়ারণ্য       গোপালপুরে কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করতে কৃষক সমাবেশ       খোরশেদুজ্জামান মন্টুকে এলাকাবাসি উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসাবে দেখতে চান       গোপালপুর উপজেলা পরিষদ স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা       গোপালপুরে কুরতুবী মাদ্রাসার উদ্ধোধন       সালাম পিন্টুর মুক্তির আনন্দে গোপালপুরে মোটরসাইকেল র‍্যালি       গোপালপুরে জাসাস এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত       গোপালপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারী কল্যাণ পরিষদের সম্মেলন    
 


মুজিববর্ষে মুজিবনগরে ‘বিডি টাইম্‌স নিউজ’র সম্মেলন

ডেক্স নিউজ :
মুজিববর্ষে মেহেরপুরের মুজিবনগরে পাঠক নন্দিত ‘বিডি টাইম্‌স নিউজ’ অনলাইন পত্রিকার বার্ষিক প্রতিনিধি সম্মেলন ২০২০, বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে।

স্বাধীনতার পক্ষে সবাইকে বস্তুনিষ্ঠ সংবাদ পৌঁছে দেয়ার পাশাপাশি ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে ‘নিউজ ফর দ্যা নেশন’ শ্লোগান নিয়ে ২০১৪ সালে ‘বিডি টাইম্‌স নিউজ’ পোর্টালটি পথচলা শুরু করে।

বর্তমানে হাজারেরও বেশি অনলাইন পত্রিকার ভীরে ‘বিডি টাইম্‌স নিউজ’ নিজস্ব স্বকীয়তায় সমতা বজায় রেখে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে চলেছে। দেশের উন্নয়নে ভূমিকা রাখতে বিডি টাইম্‌স নিউজের সাংবাদিকদরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করছে। ধীরে ধীরে বেড়ে ওঠা এ নিউজ পোর্টালটি রুচিশীল ও মননশীলতার পরিচয় দিয়ে ইতোমধ্যে দেশ ও বিদেশের মাটিতে ব্যাপকভাবে পাঠক প্রিয়তা অর্জন করেছে। অন্তরে আস্থার জায়গা করে নিয়েছে জনসাধারণের।

শুক্রবার (২০ নভেম্বর) বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানী মেহেরপুরের মুজিবনগরে অনুষ্ঠিত বিডি টাইম্‌স নিউজের বার্ষিক প্রতিনিধি সম্মেলনে সম্মানিত অতিথি ছিলেন, মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন এবং জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল।

পবিত্র কোরআন তেলাওয়াত এবং জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হাওয়া উক্ত প্রতিনিধি সম্মেলনে প্রকাশকের শুভেচ্ছা বাণী উপস্থাপন করেন, সম্মেলন আহবায়ক সাংবাদিক শাহীন রেজা। প্রকাশক তার বাণীতে সকল জেলা প্রতিনিধিদের প্রতি প্রাণঢালা শুভেচ্ছা ও শুভকামনা জানানোর পাশাপাশি বিডি টাইমস নিউজকে আরো গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

সারাদেশের বিভিন্ন জেলা, বিশ্ববিদ্যালয় ও প্রবাসী প্রতিনিধিসহ বিডি টাইম্‌স নিউজের কলাকুশলীদের অংশগ্রহণে মিলনমেলায় পরিণত হাওয়া এ সম্মেলনে প্রাণবন্ত আলোকপাত করেন, সম্মেলন আহবায়ক শাহীন রেজা এবং বিডি টাইম্‌স নিউজ পরিবারের উদ্দেশ্যে নানামুখী দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন সম্পাদক নোমান রহমান।

প্রতি বছর সম্মেলনের ধারাবাহিকতা অব্যাহত থাকার প্রত্যাশা করে এ মিলনমেলা আয়োজনে যারা ভুমিকা রেখেছেন, তাদের প্রতি অশেষ ধন্যবাদ জানান আহবায়ক শাহীন রেজা। বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন, কুষ্টিয়ার কৃতিসন্তান বিশিষ্ট সমাজসেবক আমেরিকা প্রবাসী জয় নেহাল, কামরুজ্জামান নাসিরসহ সম্মেলনের পৃষ্ঠপোষকগণের প্রতি।

বিডি টাইমস নিউজের মিডিয়া কো-অর্ডিনেটর শামস-ই-তানভীরের সঞ্চালনায় এবং মেহেরপুর জেলা প্রতিনিধি মাসুদ রানার আন্তরিক প্রচেষ্টায়, সফলভাবে সম্মেলনটি সম্পন্ন হওয়ায় উপস্থিত সকলের প্রতি ‘বিডি টাইম্‌স নিউজ’ পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতাসহ ধন্যবাদ জানান, সম্পাদক নোমান রহমান।

সম্মেলনে উপস্থিত ছিলেন, সম্পাদক নোমান রহমান, রুজমিলা হক (আন্তর্জাতিক বার্তা সম্পাদক), আশরাফুল আসাদ (বার্তা-সম্পাদক), সামস-ই-তানভীর (মিডিয়া কোর্ডিনেটর), শেখ আবু সিদ্দিক (ফটো জার্নালিস্ট), রবিউল রশিদ রবি (ক্রিয়েটিভ এন্ড ব্রান্ডিং কন্সাল্টান্ট), শান্ত খান (নিউজরুম), আসিফ ইকবাল (নিউজরুম), সাফায়েত উল্লাহ্‌ (বিনোদন সাব-এডিটর), আব্দুল্লাহ-আল-মামুন (ফটো জার্নালিস্ট, সিরাজগঞ্জ), জহির সিকদার (ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি), মাসুদ রানা (মেহেরপুর প্রতিনিধি), মো. তারিকুল ইসলাম (কুমিল্লা প্রতিনিধি), কে এম শাহিন রেজা (কুষ্টিয়া প্রতিনিধি), জাহিদুর রহমান তারেক (ঝিনাইদাহ প্রতিনিধি), সোহেল রানা ডালিম (চুয়াডাঙ্গা প্রতিনিধি), প্রিতম মজুমদার (ইসলামী বিশ্ববিদ্যালয়) এবং মেহেরপুর জেলা সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সম্মেলনে ভার্চুয়ালীযুক্ত ছিলেন, মোহাম্মদ মহসিন (সাব-এডিটর, নিউজরুম), নিশাত আঞ্জুম সেমন্তী (কো-মিডিয়া কোর্ডিনেটর), শিরিন সুলতানা বাঁধন (নিউজরুম), মাহিমা খাতুন (নিউজরুম), তামিম রহমান রোহান (নিউজরুম), শ্রাবণ সাব্বির (বিনোদন সাব-এডিটর), হাফিজুল ইসলাম শাওন (স্পোর্টস রিপোর্টার), খন্দকার আব্দুর রউফ পাভেল (নওগাঁ প্রতিনিধি), আবু হেনা মোস্তফা কামাল (চাঁদপুর প্রতিনিধি), ফয়সাল-বিন-নয়ন (ভোলা প্রতিনিধি), মোহাম্মদ নোমান চৈাধুরী (চর-ফ্যাশন প্রতিনিধি), কে এম মিঠু (টাঙ্গাইল প্রতিনিধি), প্রসেঞ্জিত কুমার (নাটোর প্রতিনিধি), রেজা মাহমুদ (নীলফামারী প্রতিনিধি), ওমর ফয়সাল (ফটিকছড়ি, চট্রগ্রাম প্রতিনিধি), রিমন পালিত (বান্দরবন প্রতিনিধি), সৈয়দ আলী (রংপুর প্রতিনিধি), সাইফুল ইসলাম স্বপন (লক্ষ্মীপুর প্রতিনিধি), শেখ ইলিয়াস মিথুন (মাগুরা প্রতিনিধি), শাহিন আহমেদ (নরসিংদী প্রতিনিধি) ছাড়াও বিডি টাইম্‌স নিউজের বিভিন্ন জেলা ও বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিসহ বেশকয়েকটি পত্রিকার সাংবাদিক ও সম্পাদকমণ্ডলী।

অনলাইনের মাধ্যমে সম্মেলনে যোগদেন, হুমায়রা তাবাসসুম (রিপোর্টার), মাহমুদা আক্তার অন্তি (রিপোর্টার), আদনান রহমান সৌরভ (রিপোর্টার), মাহাবুবুল হক (রিপোর্টার), সানজিদা কাজী (ফিচার সাব-এডিটর), নাফিস শুভ (ওয়েব ডেভেলপার), অপূর্ব লিটন (প্রধান গ্রাফিক্স), কমল সরকার (ভিডিও জার্নালিস্ট), কুদরত-ই-খোদা লিটু (নিউজ ফটোগ্রাফি কন্সাল্টান্ট), সাদমান রহমান সৌমিক (অফিসিয়াল ফটোগ্রাফার), মাহফুজুর রহমান মেরিল (ফটো জার্নালিস্ট), তানভীর আহমেদ (ফটো জার্নালিস্ট), মোহাম্মদ নাফিজ-উল-আলাম জন (হেড অফ সেলস এন্ড মার্কেটিং), ফারাহ হাসান মৌটুসী (ডেপুটি হেড অফ সেলস এন্ড মার্কেটিং) আদনান রহমান (একাউন্টস এন্ড সেলস)।

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রিফাত ইসলাম (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), মেশকাত মিশু (রাজশাহী বিশ্ববিদ্যালয়, মোহাম্মদ আকরামুল ইসলাম (পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), মো. আল-আমিন প্রামাণিক (জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়), নাজমা আক্তার (বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়), সুশান্ত সিনহা (নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়)।

এসময় ভিডিও কনফারেন্সেযুক্ত ছিলেন, প্রবাসী প্রতিনিধি কোয়েনা চক্রবর্তী (কলকাতা), নাজমুল আহসান তুহিন (ইতালি), ইয়াসমিন জাবেদা মীর (জার্মানী), শাহ্‌ আলম তপন (অস্ট্রেলিয়া), রুজমিলা হক (লন্ডন), হাসান জাবেদ শোভন (ডেনমার্ক), শাওন চৌধুরী (সুইডেন) ছাড়াও সম্মেলন চলাকালে ভার্চুয়ালি যোগাদান করেন, প্রবাসী প্রতিনিধিসহ দেশ-বিদেশের অনেক পাঠক এবং শুভাকাঙ্ক্ষীগণ।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!