গোপালপুর বার্তা ডেক্স :
করোনাভাইরাস রোধে কর্মহীন হয়ে পড়া টাঙ্গাইলের মধুপুরে প্রায় চারশত কৃষকের মাঝে উচ্চ ফলনশীল ধানবীজ বিতরণ করা হয়েছে।
দেশে চলমান মহামারি কোভিড-১৯ এর কারণে সম্ভাব্য খাদ্য সংকট মোকাবেলায় মঙ্গলবার সকালে উপজেলার বেলুটিয়া দত্তবাড়ী বাজারে ‘বায়ার ক্রপসায়েন্স লিমিটেড’ এর পক্ষ থেকে কৃষক প্রতি ৩ কেজি করে উচ্চ ফলনশীল হাইব্রিড অ্যারাইজ এজেড ৭০০৬ ও অ্যারাইজ গোল্ড জাতের ধানবীজ বিতরণ করা হয়।
ধানবীজ বিতরণকালে উপস্থিত ছিলেন, বায়ার ক্রপসায়েন্স লিমিটেডের টাঙ্গাইল জেলা সিনিয়র টেরিটরি অফিসার কৃষিবিদ মো. একরামুল হক, উপসহকারি কৃষি কর্মকর্তা মো. ইব্রাহিম খলিল, মো. আনিছুর রহমান ও মো. রফিকুল ইসলাম প্রমূখ।