কে এম মিঠু, গোপালপুর :
দ্বিতীয়বার টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুস্তাফিজুর রহমান।
রোববার পুলিশ সুপারের কার্যালয়ে মাসিক অপরাধ সভায় জানুয়ারি ২০২০ মাসে টাঙ্গাইল জেলায় ভালো কাজের স্বীকৃতি স্বরূপ, জেলা পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বিপিএম ওসি মো. মুস্তাফিজুর রহমানকে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করেন।
সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদানকালে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) মোহাম্মদ আমীর খসরুসহ জেলা পুলিশের উর্ধ্বতম কর্মকর্তাবৃন্দ।
দ্বিতীয়বার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় ওসি মুস্তাফিজুর রহমান জানান, গোপালপুর থানার পুরো টিমের জন্যই এ সাফল্য। কৃতজ্ঞতা প্রকাশ করছি সার্বক্ষনিক দিক নির্দেশনা দিয়ে থানা টিমকে গতিশীল রাখার জন্য, অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) মহোদয়ের প্রতি। ধন্যবাদ জানাচ্ছি গোপালপুর থানার সকল পুলিশ সদস্যসহ আইনপ্রোয়োগে সহযোগিতা করার করার জন্য প্রিয় গোপালপুরবাসীকে।
উল্লেখ্য, গোপালপুর থানার ওসি মো. মুস্তাফিজুর রহমান গত নভেম্বর ২০১৯ ভালো কাজের স্বীকৃতি স্বরূপ টাঙ্গাইল জেলায় শ্রেষ্ঠ ওসি হিসেবে প্রথম দফা সম্মাননা স্মারক ও সনদপত্র লাভ করেন।