আজ || রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
শিরোনাম :
  গোপালপুরে এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা       ধনবাড়ি মডেল প্রেসক্লাবে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ ও দোয়া       গোপালপুরে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট       টাঙ্গাইল-২ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী শাকিল উজ্জামান       গোপালপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ       গোপালপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন সালাম পিন্টু       গোপালপুরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ       গোপালপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত       গোপালপুরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল       গোপালপুরে প্রতিপক্ষের হামলায় ১২ মামলার আসামি চাকমা জাহাঙ্গীর নিহত    
 


রাশিয়া বিশ্বকাপে ব্রাজিলের ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা

ডেক্স নিউজ : রাশিয়া বিশ্বকাপে ব্রাজিলের কোন ২৩ জন খেলোয়ারকে নিয়ে যাচ্ছেন কোচ তিতে, তার ১৫ জনের নাম আগেই নিশ্চিত করেছিলেন। আজ সোমবার বাকি ৮ জনের নাম প্রকাশ করে চূড়ান্ত দল ঘোষণা করলেন।

চূড়ান্ত দলের আক্রমণভাগে নেইমারের সঙ্গে যুক্ত হয়েছেন টাইসন। দানি আলভেস ইনজুরিতে থাকায় তার স্থলাভিষিক্ত হয়েছেন ফ্যাগনার। পিএসজি রাইট-ব্যাকের জায়গায় বসতে করিন্থিয়ান্সের এই ডিফেন্ডারের সঙ্গে লড়বেন দানিলো।

প্রত্যাশামতো জুভেন্টাসের ফরোয়ার্ড ডগলাস কোস্তা ও শাখতার মিডফিল্ডার ফ্রেড অন্তর্ভুক্ত হয়েছেন এই দলে। আক্রমণে নেইমার, টাইসন ও কোস্তার সঙ্গে আছেন ম্যানসিটির গ্যাব্রিয়েল হেসুস ও লিভারপুলের রবার্তো ফিরমিনো। গ্রেমিও পেদ্রো গেরোমেল সেন্ট্রাল ডিফেন্সে জায়গা করে নিয়েছেন মারকুইনহোস, থিয়াগো সিলভা ও মিরান্দার সঙ্গে। করিন্থিয়ান্সের গোলরক্ষক ক্যাসিও যোগ দিয়েছেন অ্যালিসন ও এডারসনের সঙ্গে।

২০১৬ সালের জুনে কোচ হওয়ার পর থেকে ৬৪ খেলোয়াড়কে নিয়ে পরীক্ষা চালান তিতে, সেখান থেকেই বেছে নিলেন সেরা ২৩ জনকে।

আগামী ১১ জুন রাশিয়ার উদ্দেশে যাত্রা শুরু করবে ব্রাজিল। ১৭ জুন তাদের প্রথম ম্যাচ সুইজারল্যান্ডের বিপক্ষে। ‘সি’ গ্রুপে তাদের অন্য প্রতিদ্বন্দ্বী কোস্টারিকা ও সার্বিয়া।

রাশিয়া বিশ্বকাপে ব্রাজিলের চূড়ান্ত দল :

গোলরক্ষক- অ্যালিসন, এডারসন ও ক্যাসিও।

ফুল ব্যাক- মার্সেলো, দানিলো, ফিলিপ লুইস ও ফ্যাগনার।

সেন্টার ব্যাক- মারকুইনহোস, থিয়াগো সিলভা, মিরান্দা ও পেদ্রো গেরোমেল।

মিডফিল্ডার- উইলিয়ান, ফের্নান্দিনিয়ো, পাউলিনিয়ো, কাসেমিরো, ফিলিপ্পে কৌতিনিয়ো, রেনাতো অগাস্তো ও ফ্রেড।

ফরোয়ার্ড- নেইমার, গ্যাব্রিয়েল হেসুস, রবার্তো ফিরমিনো, ডগলাস কোস্তা ও টাইসন।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!