নিজস্ব সংবাদদাতা :
টাঙ্গাইলের গোপালপুরে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগে থানায় দায়ের হওয়া মামলার আসামীকে মুক্তি দেয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে চাতুটিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
গতকাল শনিবার সকাল এগারোটায় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারি প্রধান শিক্ষকের উসকানিতে এ মিছিল অনুষ্ঠিত হয়েছে বলে এলাকাবাসিরা জানান।
জানা যায়, গত বৃহস্পতিবার রাতে গোপালপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা অধ্যাপক জয়নাল আবেদীনের চাতুটিয়া গ্রামের পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় দেড় লক্ষ টাকা মূল্যের মাছ নিধন করা হয়। খবর পেয়ে গোপালপুর থানার এসআই তাহের ঘটনাস্থল পরিদর্শন করেন এবং স্থানীয় লোকজনকে জিজ্ঞাসাবাদ করেন। এরপর গোপালপুর উপজেলা মৎস অফিসের কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা মৃত ও পঁচে যাওয়া মাছ এবং পুকুরের পানি পরীক্ষানিরীক্ষা করে প্রাথমিকভাবে নিশ্চিত হন বিষ প্রয়োগের কারণে এ মাছ নিধন হয়েছে।
পুকুরের মালিক সাংবাদিক অধ্যাপক জয়নাল আবেদীন ঘটনার সাথে সুস্পষ্ট জড়িত থাকার অভিযোগ করে চাতুটিয়া উচ্চ বিদ্যালয়ের কারনিক শামসুল আলমসহ অজ্ঞাতনামা পাঁচজনকে আসামী করে শুক্রবার রাতেই গোপালপুর থানায় একটি মামলা দায়ের করেন। থানা পুলিশ রাতেই মামলার প্রধান আসামী শামসুল আলমকে গ্রেফতার করে গতকাল শনিবার তাকে আদালতে চালান দিলে বিজ্ঞ বিচারক জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠান।
গোপালপুর থানার ওসি হাসান আল মামুন জানান, অভিযোগ এবং সাক্ষ্য প্রমানের ভিত্তিতে প্রাথমিকভাবে প্রতীয়মান হওয়ায় মামলা গ্রহন এবং আসামী গ্রেফতার ও চালান দেয়া হয়।
এদিকে শামসুল আলমের বিরুদ্ধে মামলা দায়ের এবং তাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানোর প্রতিবাদে চাতুটিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাদেমুল ইসলাম বাবুল এবং সহকারি প্রধান শিক্ষক মনিরুজ্জামানের উসকানিতে গতকাল শনিবার ক্লাস বর্জন করে স্কুল মাঠে ছাত্রছাত্রীরা প্রথমে মানববন্ধন এবং পরে বিক্ষোভ মিছিল করে চাতুটিয়া মোড় হয়ে চাতুটিয়া মাদ্রাসা পর্যন্ত অগ্রসর হয়ে শামসুল আলমের মুক্তির দাবিতে নানা ধরনের উসকানিমূলক শ্লোগান দেয়। খবর পেয়ে গোপালপুর থানা পুলিশ ঘটনাস্থলে হাজির হলে ছাত্রছাত্রীরা ছত্রভঙ্গ হয়ে স্কুলে অবস্থান নেন। পরে স্কুলের গভর্নিং বডির সভাপতি এবং জেলা পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা আব্দুল কাদের তালুকদার বিকালে স্কুলে হাজির হয়ে ক্লাস বর্জন করে ছাত্রছাত্রীদের উসকানি দিয়ে রাস্তায় নামানোর নিন্দা জানান।
এদিকে আজ রবিবার (১ এপ্রিল) ক্লাস বর্জন করে স্কুলের ছাত্রছাত্রীদের দিয়ে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করার অনুমতি দেয়ায় উপজেলা নির্বাহী অফিসার দিলরুবা শারমিন বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাদেমুল ইসলাম বাবুলকে সুকোজ করেন এবং তিন দিনের মধ্যে সুকোজের জবাব দেয়ার নির্দেশ দেন। অপর দিকে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তাহের আলামত হিসেবে সংগ্রহ করা ঐ পুকুরের পঁচে যাওয়া মাছ এবং দূষিত পানির ভিসেরা পরীক্ষার জন্য ঢাকার মহাখালিতে প্ররেণ করেন।