কে এম মিঠু, গোপালপুর :
টাঙ্গাইলের গোপালপুরে ফাউল কলেরা নামক রোগে আক্রান্ত হয়ে অর্ধ কোটি টাকা মূল্যের লেয়ার মুরগি মারা যাওয়ায় বেকায়দায় পড়েছে পোল্ট্রি খামারিরা। খামারিদের অভিযোগ, মড়ক রোধে উপজেলা প্রাণিসম্পদ বিভাগ কোনো ব্যবস্থা নিচ্ছে না।
উপজেলার ঝাওয়াইল বাজারের পোল্ট্রি খামারি হাবিবুর রহমান গোপালপুর বার্তাকে জানান, ফাউল কলেরায় আক্রান্ত হয়ে দুইদিনে তার খামারের প্রায় চার হাজার লেয়ার মুরগি মারা যায়। এ রোগের লক্ষণ হলো, আক্রান্ত মুরগি প্রথমে খাবার ছেড়ে দেয় এবং অস্বাভাবিক আকারে নাক-মুখসহ সারা শরীর ফুলে গিয়ে মুরগিটি মারা যায়। তিনি অভিযোগ করেন, প্রায় বিশ লাখ টাকা ব্যাংক থেকে লোন নিয়ে তিনি পোল্ট্রি ব্যবসা শুরু করেন। ভালোই লাভের মুখ দেখছিলো লেয়ার মুরগির খামার করে। কিন্তু মাত্র তিন দিনেই সর্বনাশা মড়কে তার খামার শূন্য হওয়ায় তিনি নিঃস্ব হয়ে গেছেন। একইভাবে ভেঙ্গুলা গ্রামের নজরুল ইসলাম, পাকুটিয়ার আবুল হোসেন এবং কাহেতা গ্রামের খাইরুলের খামারেও এই ফাউল কলেরা রোগে প্রায় তিন হাজার মুরগি মারা যাওয়ার খবর পাওয়া গিয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে প্রয়োজনীয় ভ্যাকসিন বা ওষুধ না থাকায় হতাশ হয়ে পড়েছে খামারিরা। দাম বেশি হলেও খোলাবাজারে এ রোগের ভ্যাকসিন অনেকটা দুষ্প্রাপ্য।
এ ব্যাপারে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এজেএম সালাহউদ্দিন জানান, রোগটির নাম সালমোরাসিচ বা ফাউল কলেরা। মড়ক দমনে খামারিদের পরামর্শ দেয়ার জন্য একটি টিম কাজ করছে।