কে এম মিঠু, গোপালপুর : ‘উন্নয়নের রোল মডেল শেখ হাসিনার বাংলাদেশ’ প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় টাঙ্গাইলের গোপালপুরে তিন দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলা চত্ত্বর পদক্ষিন করে বিআরডিবি’র মাঠে ফিতা কেটে উন্নয়ন মেলার উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার দিলরুবা শারমীন। এ সময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হালিমুজ্জামান তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ সিটি, কৃষি অফিসার মুহাম্মদ শফিকুর রহমান, ডা. নাজমুন্নাহার, ইউপি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, যুব উন্নয়ন অফিসার ইসমাইল হোসেন প্রমূখ। মেলায় পঞ্চাশটি স্টল অংশ নেয়।