গোপালপুর বার্তা ডেক্স :
উত্তর টাঙ্গাইল সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন গতকাল সোমবার গোপালপুর উপজেলা পরিষদের হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
উত্তর টাঙ্গাইল সাহিত্য ও সংস্কৃতি পরিষদের আয়োজনে সাহিত্য ও সংস্কৃতিতে টাঙ্গাইলের অবদান বিষয়ক আলোচনা, সংবর্ধনা, কবিতা পাঠ, নাট্যাভিনয়ের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনূস ইসলাম তালুকদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজরুল গবেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সৌমিত্র শেখর।
আলোচনা করেন, ঢাকা তেজগাঁও কলেজ অধ্যক্ষ অধীর সরকার, শিক্ষাবিদ ও প্রাবন্ধিক অধ্যাপক বাণীতোষ চক্রবর্তী, প্রেস ক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদিন, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আব্দুস ছোবহান তুলা, আলমনগর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার কে এম গিয়াস উদ্দিন, বিশিষ্ট রাজনীতিবিদ এস এ আকবর খান, কবি কামাল বারি ও মামুন তরফদার প্রমূখ।
বিশিষ্ট কবি সমরেশ দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত হন, সাহিত্য ও গবেষনায় অধ্যাপক ড. সৌমিত্র শেখর, শিক্ষায় অধ্যক্ষ অধীর সরকার, সমাজ সেবায় ইউনূস ইসলাম তালুকদার, নাটক ও আবৃত্তিতে শিল্পি মাহজেবিন গোধূলি, সাহিত্য ও সংস্কৃতিতে কবি সমরেশ দেবনাথ।
সম্মেলন আহ্বায়ক সাবেক পৌর কাউন্সিলর মুহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের ২য় পর্বে শিল্পি মাহজেবিন গোধূলির কন্ঠে কবি সমরেশ দেবনাথের একক কবিতা পাঠসহ উত্তর টাঙ্গাইলের কবিদের কবিতা পাঠ, সঙ্গীতানুষ্ঠান ও নাট্যাভিনয় অনুষ্ঠিত হয়।