সম্মানিত গোপালপুরবাসী,
সালাম নিবেন। আমরা আনন্দের সাথে জানাচ্ছি- সফলভাবে উপজেলার বিভিন্ন ইউনিয়নে অসহায়-গরীব-শীতার্ত মানুষকে প্রায় ১০০০হাজার কম্বল বিতরণের পর আগামি ২৭ ফেব্রুয়ারি ‘আমরা গোপালপুরবাসী’ গ্রুপের আয়োজনে গোপালপুর হাসপাতাল সংলগ্ন স্টেডিয়াম মাঠে ‘ফ্রি মেডিক্যাল চিকিৎসা ক্যাম্পেইন করতে যাচ্ছি। এতে সারা উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসহায়-গরীব রুগিদের গ্রুপ সদস্যদের মাধ্যমে রুগি নিবন্ধন করে অভিজ্ঞ চিকিৎসকমন্ডলী দ্বারা মেডিসিন, ডায়াবেটিক, চর্ম, চক্ষু ও ডেন্টাল বিষয়ে চিকিৎসা সেবা প্রধান করা হবে।
আমাদের এ অয়োজনে আপনার সহযোগিতা চাচ্ছি।
বিস্তারিত –
০১১৯১-৪৩৫৫৯৫ (মুহাম্মদ সাইফুল ইসলাম, এডমিন)
০১৭১৯-৭৫৫১৬২ (ফজলুল হক, এডমিন)
সরাসরি:
০১৭৬৪-৯২৭০৩৩ (কে এম মিঠু, সাংবাদিক)
বেবি ল্যান্ড, বাজার রোড (২য়তলা) গোপালপুর, টাঙ্গাইল।