কে এম মিঠু, গোপালপুর : বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) আয়োজিত ‘উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরাম’ এর তিনদিনব্যাপি (১৮-২০শে ফেব্রুয়ারি ২০১৭) বুনিয়াদি প্রশিক্ষণ গত সোমবার সমাপ্ত হয়েছে।
পিআইবি সেমিনার কক্ষে অনুষ্ঠিত বুনিয়াদি প্রশিক্ষণের সমাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের মাননীয় চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ।
পিআইবি মহাপরিচালক জনাব মো. শাহ আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক বর্তমান পত্রিকার নির্বাহী সম্পাদক জনাব রফিকুল ইসলাম রতন।
প্রশিক্ষণে টাঙ্গাইল জেলার গোপালপুর, ভূঞাপুর, মধুপুর, ধনবাড়ী ও ঘাটাইল উপজেলার কর্মরত প্রিন্ট মিডিয়ার মোট ২৮ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন ড. মোহাম্মদ আবদুল হান্নান, সাবেক সহযোগী সম্পাদক, (প্রকাশনা) পিআইবি, ফারজানা রুপা, বিশেষ প্রতিনিধি, ৭১ টিভি, রহমান মুস্তাফিজ, পরিচালক (মিডিয়া) উত্তরা ইউনিভার্সিটি, সাইফুল্লাহিল আজম, উপ-পরিচালক, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, মীর মাশরুর জামান, বার্তা সম্পাদক, চ্যানেল আই প্রমূখ।
কর্মশালার সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করেন পিআইবি’র অধ্যয়ন ও প্রশিক্ষণ বিভাগের সহকারী প্রশিক্ষক তানিয়া পারভীন।