নিজস্ব প্রতিবেদক:
গোপালপুর উপজেলা কি-ারগার্টেন ডেভেলপার এসোসিয়েশন (জিকেডিএ)এর মেধা বৃত্তি পরীক্ষা ২০১৪ আজ শুক্রবার সকালে স্থানীয় সূতি ভি এম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি অধ্যাপক বানীতোষ চক্রবর্তী জানান, এ পরীক্ষায় গোপালপুর ও সরিষাবাড়ি উপজেলার ২৮টি কি-ারগার্টেন স্কুলের নার্সারী শ্রেণি থেকে চতুর্থ শ্রেনির ৯৭২জন ক্ষুদে পরীক্ষার্থী অংশ গ্রহণ করে। ২০০৫ সাল থেকে সংগঠনটি এই বৃত্তি পরীক্ষা পরিচালনা করে আসছে।