আজ || রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩
শিরোনাম :
  গোপালপুরে বেগম রোকেয়া দিবস পালনসহ জয়িতাদের সংবর্ধনা       গোপালপুরে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন       গোপালপুরে স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম’র (SEIP) কর্মশালা       গোপালপুরে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের এ্যাডভোকেসি সভা       গোপালপুরে কয়েলের আগুনে পুড়ে মারা গেছে কৃষকের ৩ গরু       গোপালপুরে বাল্যবিয়ে বন্ধ করলেন ম্যাজিস্ট্রেট       গোপালপুরে বনায়নের নামে সরকারি অর্থের বৃক্ষচারা গরু-ছাগলের পেটে       গোপালপুরের অদম্য মেধাবী সামির সম্ভাবনার গল্প       গোপালপুরে গর্ভবতী গাভী জবাই করে গোস্ত নিয়ে রেখে গেছে মৃত বাছুর       গোপালপুরে ৫২তম জাতীয় সমবায় দিবস পালন    
 


চুয়াডাঙ্গায় ৭ দফা দাবিতে বিএডিসির শ্রমিকদের অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু

স্টাফ রিপোর্টার: বিএডিসির শ্রমিকরা উৎসব বোনাস, হাজিরা বৃদ্ধি ও অনিয়মিত শ্রমিকদের নিয়মিতকরণসহ ৭ দফা দাবিতে বিক্ষোভ ও অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা নূরনগর কৃষি খামার, বীজ প্রক্রিয়াজাতকরণ ও অধিক বীজ কেন্দ্রের প্রায় ১ হাজার শ্রমিক কর্মবিরতি পালন করেছে ।
চুয়াডাঙ্গা বিএডিসির দাবি বাস্তবায়ন কমিটির সভাপতি ইউনুস খান রাজু জানান, হাজিরা বৃদ্ধি, অনিয়মিত শ্রমিকদের নিয়মিত করা, রাষ্ট্রপতির আদেশে অনিয়মিত শ্রমিকদের বছরে ১টি উৎসব বোনাস ঈদুল আযহার আগে কার্যকর ও বাস্তবায়নের দাবিতে সকালে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে। শ্রমিকদের দাবি-দাওয়া মেনে নিতে কর্তৃপক্ষের নিকট দাবি করেছেন। এ সময় বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগের সভাপতি আফজাল হোসেন, বাংলাদেশ কৃষিফার্ম শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির যুগ্মসম্পাদক আব্দুস সালাম, জেলা শ্রমিক কর্মচারী লীগ আহ্বায়ক মমতাজ আলী ও বাস্তবায়ন কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন ।
এছাড়া একই দাবিতে বাংলাদেশ কৃষিফার্ম শ্রমিক ফেডারেশনের নেতৃত্বে আলাদা বিক্ষোভ ও কর্মবিরতি কর্মসূচি পালন করা হয় । এতে নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি ও কেন্দ্রীয় নেতা দাউদ হোসেন। চুয়াডাঙ্গা বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রের যুগ্মপরিচালক আব্দুল মালেক জানান, শ্রমিকদের এ ধর্মঘটের কারণে চলতি মরসুমে দেশের বিভিন্ন জেলায় বোরো বীজ পাঠানো নিয়ে জটীলতা দেখা দেবে। এ আন্দোলন পরিস্থিতি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। তিনি আরো জানান, সরকারি প্রজ্ঞাপনে একাধিক শর্ত জুড়ে দেয়ায় এবারের ঈদুল আযহায় শ্রমিকদের উৎসব বোনাস পাওয়ার কোনো সুযোগ নেই।
মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুর বিএডিসি’র অনিয়মিত শ্রমিকদের নিয়মিতকরণ ও ঈদুল আযাহার আগে বোনাসের দাবিতে মেহেরপুর বিএডিসি শ্রমিকদের উদ্যোগে গতকাল মঙ্গলবার বিএডিসি’র সামনে অবস্থান ধর্মঘট শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করা হয়েছে। গতকাল সকালে মেহেরপুর বিএডিসি’র শ্রমিক ইউনিয়নের সভাপতি জালাল উদ্দিনের নেতৃত্বে শ্রমিকরা বিএডিসি’র প্রধান ফটকের সামনে অবস্থান ধর্মঘট পালন করে। পরে জেলা প্রশাসক বরাবর তাদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি পেশ করা হয়। জেলা প্রশাসক দেলওয়ার হোসেন স্মারকলিপি গ্রহণ করেন। এ সময় শ্রমিক নেতা বাবুল শেখ, আব্দুল লতিফ, ছালাউদ্দিন, মোশারফ হোসেন, হাশেম আলী প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।
বারাদী প্রতিনিধি জানান, মেহেরপুর বারাদী বিএডিসি খামারের শ্রমিকদের হাজিরা বৃদ্ধি, অনিয়মিত শ্রমিকদের নিয়মিতকরণ ও ঈদুল আযাহার আগে বোনাস প্রদানের দাবিতে বিএডিসি বারাদী বীজ উৎপাদন খামার শ্রমিকদের উদ্যোগে গতকাল মঙ্গলবার বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। বিএডিসি বারাদী বীজ উৎপাদন খামার শ্রমিক আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আলতাফ হোসেনের নেতৃত্বে গতকাল সকালে একটি বিক্ষোভ মিছিলটি বারাদী বাজারসহ খামার এলাকা প্রদক্ষিণ করে। মিছিলে অন্যানের মধ্যে উপদেষ্টা আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, সহসম্পাদক শাহাবুদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, প্রচার সম্পাদক মিলন প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে শ্রমিকদের দাবি আদায়ের লক্ষ্যে তারা কর্মবিরতি শুরু করেছে।
মন্তব্য করুন -


Top
error: Content is protected !!