আজ || রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  গোপালপুরে মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে গণশুনানি       ভূঞাপুর মাধ্যমিক শিক্ষক সমিতির নতুন কমিটি       গোপালপুরে ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ       গোপালপুরে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত       ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষার্থীরা       গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন       গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন       ইমনরা স্বাধীনতা এনে দিয়েছে: টাঙ্গাইল জেলা জামায়াত আমীর        গোপালপুরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন       ফ্যাসিবাদী আওয়ামীলীগকে এদেশের মানুষ মাথা তুলে দাড়াতে দিবেনা : সালাউদ্দীন আহমেদ    
 


চুয়াডাঙ্গায় ৭ দফা দাবিতে বিএডিসির শ্রমিকদের অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু

স্টাফ রিপোর্টার: বিএডিসির শ্রমিকরা উৎসব বোনাস, হাজিরা বৃদ্ধি ও অনিয়মিত শ্রমিকদের নিয়মিতকরণসহ ৭ দফা দাবিতে বিক্ষোভ ও অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা নূরনগর কৃষি খামার, বীজ প্রক্রিয়াজাতকরণ ও অধিক বীজ কেন্দ্রের প্রায় ১ হাজার শ্রমিক কর্মবিরতি পালন করেছে ।
চুয়াডাঙ্গা বিএডিসির দাবি বাস্তবায়ন কমিটির সভাপতি ইউনুস খান রাজু জানান, হাজিরা বৃদ্ধি, অনিয়মিত শ্রমিকদের নিয়মিত করা, রাষ্ট্রপতির আদেশে অনিয়মিত শ্রমিকদের বছরে ১টি উৎসব বোনাস ঈদুল আযহার আগে কার্যকর ও বাস্তবায়নের দাবিতে সকালে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে। শ্রমিকদের দাবি-দাওয়া মেনে নিতে কর্তৃপক্ষের নিকট দাবি করেছেন। এ সময় বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগের সভাপতি আফজাল হোসেন, বাংলাদেশ কৃষিফার্ম শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির যুগ্মসম্পাদক আব্দুস সালাম, জেলা শ্রমিক কর্মচারী লীগ আহ্বায়ক মমতাজ আলী ও বাস্তবায়ন কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন ।
এছাড়া একই দাবিতে বাংলাদেশ কৃষিফার্ম শ্রমিক ফেডারেশনের নেতৃত্বে আলাদা বিক্ষোভ ও কর্মবিরতি কর্মসূচি পালন করা হয় । এতে নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি ও কেন্দ্রীয় নেতা দাউদ হোসেন। চুয়াডাঙ্গা বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রের যুগ্মপরিচালক আব্দুল মালেক জানান, শ্রমিকদের এ ধর্মঘটের কারণে চলতি মরসুমে দেশের বিভিন্ন জেলায় বোরো বীজ পাঠানো নিয়ে জটীলতা দেখা দেবে। এ আন্দোলন পরিস্থিতি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। তিনি আরো জানান, সরকারি প্রজ্ঞাপনে একাধিক শর্ত জুড়ে দেয়ায় এবারের ঈদুল আযহায় শ্রমিকদের উৎসব বোনাস পাওয়ার কোনো সুযোগ নেই।
মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুর বিএডিসি’র অনিয়মিত শ্রমিকদের নিয়মিতকরণ ও ঈদুল আযাহার আগে বোনাসের দাবিতে মেহেরপুর বিএডিসি শ্রমিকদের উদ্যোগে গতকাল মঙ্গলবার বিএডিসি’র সামনে অবস্থান ধর্মঘট শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করা হয়েছে। গতকাল সকালে মেহেরপুর বিএডিসি’র শ্রমিক ইউনিয়নের সভাপতি জালাল উদ্দিনের নেতৃত্বে শ্রমিকরা বিএডিসি’র প্রধান ফটকের সামনে অবস্থান ধর্মঘট পালন করে। পরে জেলা প্রশাসক বরাবর তাদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি পেশ করা হয়। জেলা প্রশাসক দেলওয়ার হোসেন স্মারকলিপি গ্রহণ করেন। এ সময় শ্রমিক নেতা বাবুল শেখ, আব্দুল লতিফ, ছালাউদ্দিন, মোশারফ হোসেন, হাশেম আলী প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।
বারাদী প্রতিনিধি জানান, মেহেরপুর বারাদী বিএডিসি খামারের শ্রমিকদের হাজিরা বৃদ্ধি, অনিয়মিত শ্রমিকদের নিয়মিতকরণ ও ঈদুল আযাহার আগে বোনাস প্রদানের দাবিতে বিএডিসি বারাদী বীজ উৎপাদন খামার শ্রমিকদের উদ্যোগে গতকাল মঙ্গলবার বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। বিএডিসি বারাদী বীজ উৎপাদন খামার শ্রমিক আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আলতাফ হোসেনের নেতৃত্বে গতকাল সকালে একটি বিক্ষোভ মিছিলটি বারাদী বাজারসহ খামার এলাকা প্রদক্ষিণ করে। মিছিলে অন্যানের মধ্যে উপদেষ্টা আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, সহসম্পাদক শাহাবুদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, প্রচার সম্পাদক মিলন প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে শ্রমিকদের দাবি আদায়ের লক্ষ্যে তারা কর্মবিরতি শুরু করেছে।
মন্তব্য করুন -


Top
error: Content is protected !!