আজ || মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
শিরোনাম :
  গোপালপুরে পোল্ট্রি বর্জ্য বৈরাণ নদীতে; বাড়ছে রোগব্যাধি       গোপালপুরে ঝড়ে পড়া গাছ কাটতে গিয়ে কলেজ শিক্ষকের মৃত্যু       গোপালপুরে দুই হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জালে আগুন দিল উপজেলা প্রশাসন       বিষ প্রয়োগে চার বিঘা জমির ধান বিনষ্টের অভিযোগ       ফিলিস্তিনে ইসরাইলের গণহত্যার প্রতিবাদে গোপালপুরে জামায়াতের বিক্ষোভ       গাজায় ইসরায়েলের হামলা ও গণহত্যার প্রতিবাদে গোপালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ       ‘দেশ নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে’ -আব্দুস সালাম পিন্টু       গোপালপুরে মাদ্রাসা শিক্ষক পরিষদের ইফতার ও দোয়া মাহফিল       বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টির্চাস এসোসিয়েশনের ইফতার মাহফিল       অপহরনের ৭ ঘন্টার মধ্যে পুলিশের সহায়তায় উদ্ধার হলো গোপালপুরের আসলাম    
 


ধাওয়া-পাল্টা ধাওয়ায় চলছে সিলেটের হরতাল

 

পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া, ভাঙচুর ও ঝটিকা মিছিলের মধ্য দিয়ে বৃহস্পতিবার সিলেটে চলছে জামায়াতের সকাল-সন্ধ্যা হরতাল।

মানবতাবিরোধী অপরাধের দায়ে আটক শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে বুধবার সমাবেশ করতে না দেয়ায় বৃহস্পতিবার দেশব্যাপী এ হরতাল পালন করছে জামায়াত।

প্রতক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে নগরীর মদিনামার্কেট এলাকায় একটি ট্রাক ভাঙচুরের মধ্য দিয়ে হরতাল শুরু করে শিবিরকর্মীরা।

এদিকে রিকাবীবাজারে মদনমোহন কলেজ এলাকায় ঝটিকা মিছিল বের করলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে বলে জানা গেছে।

এছাড়াও নগরীর শিবগঞ্জ দাদাপীর মোকাম রোড, সুবহানীঘাট, শাহপরাণ, আখালিয়া নবাবী মসজিদ, সুবিদবাজার, দক্ষিণ সুরমার বাবনা পয়েন্টসহ কয়েকটিস্থানে হরতালের সমর্থনে ঝটিকা মিছিল করে জামায়াত-শিবির কর্মীরা।

হরতালের কারণে নগরীর দোকানপাট বন্ধ রয়েছে। নগরীতে দু’একটি রিক্সা চলাচল করতে দেখা গেলেও ভোরে নগরীর কদমতলী বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। দেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন নাইটকোচগুলো ভোরেই নিরাপদে সিলেট এসে পৌঁছেছে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

এদিকে হরতাল সমর্থনে জামায়াত-শিবিরকর্মীরা রাস্তায় বিক্ষিপ্তভাবে চোরাগোপ্তা পিকেটিং, ভাঙচুরের চেষ্টা করছে বলে সংশ্লিষ্ঠ সূত্র জানায়। পুলিশের চোখ ফাঁকি দিয়ে তারা পিকেটিংয়ে নামলেও পুলিশ আসামাত্রই দ্রুত পালিয়ে যায়। নাশকতামূলক কর্মকাণ্ড এড়াতে ভোর থেকে নগরীর বিভিন্ন মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সিলেটের বিভিন্ন উপজেলায়ও হরতাল পালন করছে জামায়াত-শিবিরকর্মীরা। তবে এখনো কোথাও কোনো হামলা, ভাঙচুরের ঘটনা ঘটেনি বলে সিলেট জেলা পুলিশ সূত্র জানিয়েছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে।

প্রসঙ্গত, মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত জামায়াতের শীর্ষ নেতাদের মুক্তি, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালসহ কয়েকটি দাবিতে সারা দেশে বুধবার বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছিল জামায়াতে ইসলামী।

বুধবারের বিক্ষোভের অনুমতি না দেয়ায় সারা দেশে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করে জামায়াতে ইসলামী।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!