আজ || শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  গোপালপুরে মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে গণশুনানি       ভূঞাপুর মাধ্যমিক শিক্ষক সমিতির নতুন কমিটি       গোপালপুরে ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ       গোপালপুরে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত       ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষার্থীরা       গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন       গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন       ইমনরা স্বাধীনতা এনে দিয়েছে: টাঙ্গাইল জেলা জামায়াত আমীর        গোপালপুরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন       ফ্যাসিবাদী আওয়ামীলীগকে এদেশের মানুষ মাথা তুলে দাড়াতে দিবেনা : সালাউদ্দীন আহমেদ    
 


বেলের শতকে ইংল্যান্ডের জয়

130127-eangland
শেষ ম্যাচে বেলের শতকে জয় পেল ইংল্যান্ড। ইংল্যান্ড-ভারত মধ্যকার পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে সাত উইকেটে জয় পেয়েছে সফরকারী ইংল্যান্ড। তবে ৩-২ এগিয়ে সিরিজ জিতল ভারত। রবিবার হিমাচল ক্রিকেট স্টেডিয়ামে ভারতের দেওয়া ২২৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪৭.২ ওভারে তিন উইকেট হারিয়ে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যায়

কুকের দল। সিরিজ হাতছাড়া হওয়ার পর শেষ ম্যাচে খেলতে নেমে অতি সহজে জয় পায় ইংল্যান্ড। ইনিংসের শুরুতেই অ্যালিস্টার কুক এবং ইয়ান বেল জুটি ৫৩ রানে পৌঁছায়। ৪০ বলে ২২ রান করে কুক সাজঘরে ফিরে যাওয়ার পর মাত্র ছয় রান করেই মাঠ ছাড়েন পিটারসেন। এরপর দলীয় ১৪৩ রানের সময় রুট ৩১ রান করে জাদেজার বলে বোল্ড হন। কিন্তু ইয়ান বেল ও মরগান জুটি জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন। বেল ১৪৩ বলে অপরাজিত ১১৩ রান ও মরগান ৪০ বলে অপরাজিত ৪০ রান করেন।
শামি আহমেদ, ইশান্ত এবং জাদেজা একটি বরে উইকেট পান।

এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করে ৪৯.৪ ওভারে সব উইকেট হারিয়ে ২২৬ রান করে ধোনির দল।
ব্যাট করতে নেমে ১৩ রানেই দুই উইকেট হারায় ভারত। ধারাবাহিক উইকেট পতনে ২১ ওভারে ৭৯ রানে পাঁচটি উইকেট চলে যায় ভারতের।এরপর সুরেশ রায়না এবং রবীন্দ্র জাদেজার জুটিতে ১৫৭ রানে পৌঁছায় তারা। ব্যক্তিগত ৬৫ বলে ৩৯ রান করে জাদেজা সাজঘরে ফিরে যাওয়ার পর দলীয় ১৭৭ রানে ৯৮ বলে ৮৩ রান করে ওয়াকেসের বলে ইয়ান বেলের হাতে ক্যাচ আউট হন সুরেশ রায়না। দলের পক্ষে তিনিই সর্বোচ্চ রান করেন।
শেষ দিকে ভূবনেশ্বর কুমার ৩০ বলে ৩১ রান করেন। এছাড়া আর কেউ উল্লেখযোগ্য রান করতে পারেনি।
ইংল্যান্ডের বোলার ব্রেসনানের চার উইকেট ছাড়াও ফিন এবং ট্রেডওয়েল দুটি করে উইকেট পান।

ফলাফল: ৩-২ সিরিজ জয় ভারতের।
ম্যাচ সেরা: ইয়ান বেল (ইংল্যান্ড)।
সিরিজ সেরা: সুরেশ রায়না (ভারত)

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!