আজ || বুধবার, ২৬ মার্চ ২০২৫
শিরোনাম :
  গোপালপুরে মাদ্রাসা শিক্ষক পরিষদের ইফতার ও দোয়া মাহফিল       বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টির্চাস এসোসিয়েশনের ইফতার মাহফিল       অপহরনের ৭ ঘন্টার মধ্যে পুলিশের সহায়তায় উদ্ধার হলো গোপালপুরের আসলাম       সেবা বন্ধ রেখে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করলো গোপালপুর নির্বাচন অফিস       হৃদয়কে শহীদি মর্যাদার দাবিতে গোপালপুরে মানববন্ধন       গোপালপুরে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন       কাকাতালীয়ের বয়ান       রমজান মাসে রোজা ও দান-সদকার ফজিলত       গোপালপুরে রমজানের পবিত্রতা রক্ষার দাবীতে বিক্ষোভ মিছিল       গোপালপুর পাবলিক ক্লাব ও গ্রন্থাগারের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত    
 


ঢাকা কলেজে নিজেদের কর্মীকেই চাপাতি দিয়ে কোপাল ছাত্রলীগ

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঢাকা কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রুপের এক কর্মীকে কুপিয়েছে সভাপতি গ্রুপের ক্যাডাররা।
শুক্রবার রাতে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। আহত জীবনকে শ্যামলী কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। জীবনের অবস্থা আশঙ্কাজনক।

জানা গেছে, শুক্রবার দুপুরে জীবন কয়েকজন কর্মীকে নিয়ে ক্যাম্পাসে মহড়া দেয়। এ সময় সভাপতি গ্রুপের সাউথ হলের ছাত্রলীগের  কর্মীদের সঙ্গে জীবনের কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে সন্ধ্যার দিকে সাউথ হলের কর্মীরা সংগঠিত হয়ে জীবনকে খুঁজতে থাকে। পরে রাত সাড়ে আটটার দিকে তারা জীবনকে ক্যাম্পাসে একা পেয়ে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। জীবন মাটিতে লুটিয়ে পড়লেও কোপানো অব্যাহত থাকে। জীবনকে কোপানোর সংবাদ শুনে ঢাকা কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুইম এবং কলেজ শাখার সহ-সভাপতি রণির কর্মীরা তাকে কলেজের মূল ভবনের সামনে থেকে উদ্ধার করে। পরে তাকে শ্যামলীর কেয়ার হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে।

এ দিকে সাধারণ সম্পাদক সাকিব আল হাসান সুইম ঘটনাটিকে ‘দুর্ঘটনা’ বলে দাবি করেছেন।

তার এ বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা কলেজ ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী। তারা বলছেন , “তাদের সামনে সভাপতি গ্রুপের ক্যাডারা জীবনকে রামদা দিয়ে এলোপাতাড়ি কোপালেও সাধারণ সম্পাদক ঘটনাটিকে ‘দুর্ঘটনা’ হিসেবে চালিয়ে দেয়ার চেষ্টা করছেন। যেটি অত্যন্ত দুঃখজনক। তাদের অভিযোগ, ছাত্রলীগের কর্মীদের বিভিন্ন স্থানে সভাপতি এবং সাধারণ সম্পাদকরা মারামারি এবং দখলদারিত্বে ব্যবহার করেন। কিন্তু উপর থেকে চাপ আসলে তাদের ছাত্রদল এমনকি শিবির বলে চালিয়ে দেন। আবার কখনো ঘটনাকে মতো ভিন্ন খাতে প্রবাহের চেষ্টা করেন।

এ বিষয়ে কলেজ শাখার সভাপতি ফুয়াদ হাসান পল্লব কে বলেন, “কলেজ ক্যাম্পাসে তুচ্ছ একটি ঘটনা ঘটেছে বলে জেনেছি। তবে বিস্তারিত কিছুই জানি না।”

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!